অলিম্পিক্সে অংশ নেবেন ভারতের মানা পটেল

0
105

মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ

স্বপ্নপূরণের দোরগোড়ায় মানা পটেল। জলই যাঁর জীবন। জলই যাঁর স্বপ্ন। জলে নেমে দেশে-বিদেশে ইতিমধ্যেই সাড়া জাগিয়েছেন তিনি। আর তাই প্রথম ভারতীয় মহিলা হিসেবে আসন্ন টোকিয়ো অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন মানা পটেল। আহমেদাবাদের এই মেয়েটি সারিয়ে স্বপ্নপূরণের পথে ক্রমশ এগিয়ে চলেছে। শুক্রবারই ২১ বছরের এই সাঁতারুকে ‘ইউনিভার্সিটি কোটা’ থেকে অলিম্পিক্সে যাওয়ার ছাড়পত্র দিয়েছে ভারতীয় সাঁতার সংস্থা। তিনি ১০০ মিটার ব্যাকস্ট্রোক বিভাগে নামবেন।

Manna Patel | newsfront.co
মানা পটেল। সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

অলিম্পিক্সে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজেজু ও সাই (স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া) শুভেচ্ছা জানিয়েছেন মানা পটেলকে। মানা বলেন, “অলিম্পিক্সে যাওয়ার ছাড়পত্র পাওয়ার পর থেকে যেন একটা ঘোরের মধ্যে আছি। দেশ-বিদেশের কত ক্রীড়াবিদকে অলিম্পিক্সে অংশ নিতে দেখেছি। এবার বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতায় আমার নামও লেখা থাকবে। সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে লড়াই করার সুযোগ পাব, এটা ভেবেই খুব ভাল লাগছে। সব মিলিয়ে দারুণ একটা অনুভূতি হচ্ছে।”

আরও পড়ুনঃ পথকুকুরদেরও খাবার পাওয়ার অধিকার রয়েছে, জানাল দিল্লি হাইকোর্ট

২০১৯ সালে গোড়ালিতে চোট পান মানা। সেইসময় বেশ কয়েক মাস জলে নামতে পারেননি তিনি। তবে চলতি বছরের গোড়ার দিকে উজবেকিস্তান ওপেন সুইমিং প্রতিযোগিতায় নেমেই সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। ব্যাকস্ট্রোকে ১.০৪.৪৭ সেকেন্ডে ১০০ মিটার পূর্ণ করে সোনা জিতে নেন মানা। এরপর থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। যেখানেই গেছেন প্রশংসা কুড়িয়েছেন।

আরও পড়ুনঃ ভ্রান্তিবিলাস! মহা আতান্তরে জুকারবার্গ

সাঁতারু শ্রীহরি নটরাজ ও সজন প্রকাশ ইতিমধ্যেই ‘এ’ লেভেল অর্জন করে অলিম্পিক্সের ছাড়পত্র আদায় করে নিয়েছিলেন। আর এবার ভারতীয় দলের তৃতীয় সদস্য হিসেবে জাপান যাবেন আহমেদাবাদের মানা পটেল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here