এবার ওমিক্রনের থাবা মুর্শিদাবাদে, আক্রান্ত সাত বছরের এক শিশু

0
88

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল মুর্শিদাবাদে, আক্রান্ত ৭ বছরের এক শিশু৷ জানা গিয়েছে, আক্রান্ত ওই শিশুকে নিয়ে আবু ধাবি থেকে হায়দ্রাবাদ হয়ে কলকাতায় ফেরে পরিবার।

Corona virus
প্রতীকী চিত্র

শিশুটির বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কায়। তবে এই মুহূর্তে মালদার কলিয়াচকে রয়েছে বলে সূত্রে খবর। ইতিমধ্যেই আইসলেশনে রাখা হয়েছে তাকে।

Murshidabad CMOH
সন্দীপ সান্যাল, মুর্শিদাবাদ মুখ্য স্বাস্থ্যাধিকারিক। নিজস্ব চিত্র

আজ বুধবার মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্যাধিকারিক সন্দীপ সান্যাল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘মুর্শিদাবাদের ফরাক্কা থানার বেনিয়াগ্রামের এক শিশু গত ১০ তারিখে আবুধাবি থেকে এই দেশ তথা এই রাজ্যে নিজের বাড়িতে ফিরেছে, নিজের গাড়িতে করে। কলকাতা বিমান বন্দরে তার ওমিক্রন টেস্ট করা হলে সেই টেস্ট পজিটিভ আসে। এই মুহুর্তে ওই শিশু মালদা জেলার কালিয়াচকে এক আত্মীয়ের বাড়িতে রয়েছে। শিশুটির খোঁজখবর নেওয়া হচ্ছে। যদি বাচ্চাটি ফরাক্কায় থাকে তাহলে তাকে নিয়ে এসে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ কোভিড হাসপাতালে চিকিৎসা করা হবে। আর যদি মালদায় থাকে তাহলে তাকে মালদায় চিকিৎসা করা হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here