অন্য রূপে অভিনেতা জিৎ, প্রকাশ্যে এল রাবণ-এর ফার্স্ট পোস্টার লুক

0
114

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

পর্দায় নতুন রূপে আসতে চলেছেন অভিনেতা জিৎ। একাদশীর দিন প্রকাশ্যে এল তাঁর নতুন ছবির ফার্স্ট পোস্টার লুক। ছবির নাম ‘রাবণ’। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় আগামী ছবি ‘রাবণ’-এর পোস্টার শেয়ার করেছেন জিৎ। পোস্টারে জিতের লুক দেখে হতবাক নেটিজেনরা। প্রকাশ্যে আসা এই পোস্টারে জিতকে দেখা যাচ্ছে লম্বা চুল, গাল ভর্তি দাঁড়িতে। এছাড়াও দেখা যাচ্ছে তাঁর একটা চোখের মণির রঙ বাদামী এবং অপরটি লাল।

Raavan
ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

এই পোস্টারের ছবিতে দৃঢ় চোখের চাউনি, ঠোঁটে কুটিল হাসিতে দেখা যাচ্ছে অভিনেতাকে। একেবারে যেন একজন ভিলেন। নায়ক কি তবে এবার খলনায়কের বেশে দর্শকের সামনে হাজির হবেন? এই নিয়ে জল্পনা তুঙ্গে। ‘রাবণ’-এ জিতের এমন লুক দেখে উচ্ছ্বাস ধরে রাখতে পারেনি নেটিজেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবির পোস্টার শেয়ার করার পরই কমেন্ট বক্সে জিতকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে এনা সাহা, রুক্মিনী মৈত্র সহ আরও অনেকে।

জিৎ অভিনীত এই নতুন ছবি পরিচালনা করবেন নতুন পরিচালক এমএন রাজ। ছবিতে জিৎ ছাড়া আর কে কে অভিনয় করছেন, তা এখনও জানা যায়নি। তবে ছবির শুটিং যে শীঘ্রই শুরু হবে, তা জানিয়েছেন অভিনেতা স্বয়ং। প্রযোজনা সংস্থা জিৎ ফিল্মওয়ার্কস থেকে মুক্তি পাবে ছবিটি। জিতের পাশাপাশি ছবিটি প্রযোজনা করছেন অমিত জুমরানি।

আরও পড়ুনঃ মুক্তি পেল ‘কলকাতা চলন্তিকা’-এর প্রথম পোস্টার

পুজোতে মুক্তি পেয়েছে জিতের ছবি ‘বাজি’। দক্ষিণী ছবি ‘নান্নাকু প্রেমাথু’র অফিশিয়াল রিমেক এই ছবি। ‘বাজি’-তে জিতের বিপরীতে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। প্রেক্ষাগৃহে এখনও চলছে জিতের ‘বাজি’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here