ইতিহাস বিভাগের প্রাক্তনীর প্রথম পুনর্মিলন উৎসব

0
265

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বিপুল সংখ্যক প্রাক্তনীর উপস্থিতিতে ইতিহাস তৈরী হলো বিদ‍্যাসাগর বিশ্ববিদ্যালয়ে।ইতিহাস বিভাগের প্রাক্তনীদের উৎসাহ আর উদ্দীপনায় মুখরিত হলো বিদ‍্যাসাগর বিশ্ববিদ‍্যালয় প্রাঙ্গণ।অনুষ্ঠিত হলো বিদাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তনীর প্রথম পুনর্মিলন উৎসব।বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল‍্যদানের মধ্য দিয়ে।স্বাগত ভাষণ দেন প্রাক্তনীর আহ্বায়িকা তথা বিভাগীয় প্রধান অধ‍্যাপিকা সুজয়া সরকার।

নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের প্রাক্তন দুই অধ‍্যাপক অরবিন্দ সামন্ত ও বলাইচন্দ্র বাড়ুই। ছিলেন বিভাগের বর্তমান অধ‍্যাপক উজ্জয়ন ভট্টাচার্য, অধ্যাপক গৌতম চন্দ রায়,অধ‍্যাপিকা শমিতা সরকার,অধ‍্যাপক শ‍্যামাপ্রসাদ দে,অধ‍্যাপিকা দেবযানী দাস,অধ‍্যাপক সৌরভ নস্কর প্রমুখ। অনুষ্ঠানে সভানেত্রীর দায়িত্ব পালন করেন প্রথম ব‍্যাচের প্রাক্তনী সোমা দাশগুপ্ত। এদিনের অনুষ্ঠানে বিশেষ শ্রদ্ধা জানানো হয় বিভাগের প্রয়াত দুই অধ্যাপক-অধ‍্যাপিকা কোরক চৌধুরী এবং জলি দাসকে।প্রাক্তনী পুনর্মিলন উৎসব উপলক্ষ্যে স্মরণিকা “ইতি-হ-আস” প্রকাশ করেন অধ্যাপক গৌতম চন্দ রায়। অনুষ্ঠানে আবৃত্তি, স্মৃতিচারণ, সঙ্গীত, মূকাভিনয়, মেলোডিকা,কবিতালেখ‍্য,নাটকের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন প্রাক্তনীরা।মনোগ্রাহী আবৃত্তি,সঙ্গীত ও সংলাপ বলা,মাউথ-অর্গানে সুর তুলে সবার মন জয় করলেন নয়ন রঞ্জন দাস,উৎপল সরকার,সর্বানী গিরি মুখার্জি,সাথী বারিক, সীমা পাল, ঈশানি পাত্র,সন্তু মাহাত,সুস্মিতা মুদলী,কাকলি সিনহা, হরপ্রসাদ চক্রবর্তী, নিরঞ্জন পাত্র , হৈমন্তী বিশ্বাস,মুক্তিপদ সিংহ মহাপাত্র সহ অন্যান্য প্রাক্তনীরা। মূকাভিনয় স্পার্টাকাস ও নাটক “ভীমবধ”এ অভিনয়ের মধ্য দিয়ে সতীর্থদের মন জয় করলেন সুদীপ কুমার খাঁড়া, শুভঙ্কর দোলই, দেবিকা মান্না, সুব্রত শীট, হেমন্ত প্রামাণিক, সৌমেন হেলানী,রবি ঘোড়ই , অরিজিৎ রায়েরা। কবিতালেখ‍্য “এক জাতি,এক প্রাণ,এক মায়ের সন্তান” দুরন্ত ভাবে উপস্থাপন করলেন পরিমিতা সাম দে, দেবিকা দাশ অধিকারী, সুদীপ কুমার খাঁড়া, হৈমন্তী বিশ্বাসরা।স্মৃতিচারণা আর ব‍্যক্তিগত আলাপচারিতায় নিজেদের পুরানো দিনকে ফিরে পেতে চাইলেন বরেন চন্দ্র গিরি, সর্বশ্রী ব‍্যানার্জী, মৃদুলা মাহাত,শান্তি সরকার,নয়ন রঞ্জন দাস,সর্বনী গিরি মুখার্জি, অনিন্দিতা ঠাকুর, অজন্তা সেন, শুভ্রাংশু ভট্টাচার্য,মিঠু ফৌজদার, সন্দীপন রায়সহ অন্যান্য প্রাক্তনীরা।

নিজস্ব চিত্র

এদিন প্রাক্তনীদের পক্ষ ও থেকে বর্তমান ছাত্রছাত্রীদের হাতে উৎসাহ মূলক উপহার তুলে দেওয়া হয়।পাশাপাশি বিভাগে বর্তমানে ইতিহাস বিভাগে পাঠরত দুজন দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীকে বিশেষ সাহায্য প্রদান করা হয়।প্রায় সাড়ে চারশো প্রাক্তনী এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তপন হাজরা,অপর্ণীতা ভট্টাচার্য্য ও সুদীপ কুমার খাঁড়া।দুই মেদিনীপুর জেলা,ঝাড়গ্রাম জেলার প্রাক্তনীরা যেমন ছিলেন তেমনি সুদূর চন্ডীগড়, বরোদা,হাজারিবাগ, রায়গঞ্জ,হাওড়া,কলকাতা,পুরুলিয়া,বাঁকুড়াসহ অনান‍্য জায়গা থেকেও এসেছিলেন।এদিনের অনুষ্ঠানে প্রথম ব‍্যাচের প্রাক্তনীরা যেমন উপস্থিত ছিলেন তেমনি ছিলেন সদ‍্য প্রাক্তন হওয়া প্রাক্তনীরাও।আয়োজকদের পক্ষে শক্তি প্রসাদ দে,রাখাল চন্দ্র ভূঞ‍্যা,অরূপ গুইন,জগন্নাথ মন্ডল,মনমোহন গুরু,অংশুমান হাতিসহ অন‍্যান‍্যরা জানান,এই বিপুল সংখ্যক প্রাক্তনীর উপস্থিতিতে তাঁরা আপ্লুত।

আরও পড়ুনঃ বিজ্ঞানের মডেল তৈরি করে ছাত্রছাত্রীদের পাশে শিক্ষক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here