২০২১-২২ শিক্ষাবর্ষের আইসিএসই এবং আইএসসির প্রথম টার্মের পরীক্ষা স্থগিত

0
54

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

একদিকে যখন দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল সিবিএসই, অন্যদিকে তখন আইসিএসই এবং আইএসসি-র ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম টার্মের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস বা সিআইএসসিই।

ICSE exam

মঙ্গলবার সিআইএসসিই বোর্ডের চিফ এগজিকিউটিভ জেরি অ্যারাথুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করে আইসিএসই এবং আইএসসির প্রথম টার্মের পরীক্ষা স্থগিত রাখার কথা জানিয়েছেন। তবে এই পরীক্ষা কবে নেওয়া হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি বোর্ডের তরফ থেকে। সিআইএসসিই-র জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অনিবার্য কারণবশত আইসিএসই এবং আইএসসি-র ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম টার্মের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সিআইএসসিই।”

১৫ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল আইসিএসই ও আইএসসি পরীক্ষার প্রথম সেমেস্টারের পরীক্ষা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ২০২২-এর আইসিএসই ও আইএসসি পরীক্ষা দুটি সেমেস্টারে করার সিদ্ধান্ত নিয়েছিল সিআইএসসিই বোর্ড। এরমধ্যে প্রথম সেমেস্টারটি অনলাইনে হওয়ার কথা ছিল। পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার সুযোগও দিয়েছিল সিআইএসসিই বোর্ড।

আরও পড়ুনঃ ভারতে এল সাবমেরিন বিধ্বংসী যুদ্ধবিমান Poseidon-8I

অনলাইন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীদের ডিভাইসের ক্যামেরা চালু রাখা বাধ্যতামূলক করা হয়েছিল। বলা হয়েছিল পড়ুয়াদের যাতে আপদমস্তক ক্যামেরায় দেখা যায়, তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট পরীক্ষার গার্ডকেই। পরীক্ষার্থী যেখানে বসে পরীক্ষা দিচ্ছে, সেখান থেকে অন্যত্র যাচ্ছে কি না অথবা ওই ঘরে অন্য কেউ আসা যাওয়া করছে কিনা, পরীক্ষার্থী তার সিট ছেড়ে কতবার উঠছে, সেই সবের উপর কড়া নজর রাখতে বলা হয়েছিল যে শিক্ষক পরীক্ষায় গার্ড দেবেন, তাঁদের।

আরও পড়ুনঃ ‘হিন্দি না জানলে টাকা ফেরত পাবেন না’, উপদেশ জোম্যাটোর কাস্টমার কেয়ার প্রতিনিধির

শুধু তাই নয়, প্রক্টররা কতটা কড়াভাবে গার্ড দিচ্ছেন, তারজন্যও থাকবে বিশেষ নজরদারি। অর্থাৎ, শুধুমাত্র পরীক্ষার্থীরাই নন, নজরদারির আওতায় থাকবেন যে শিক্ষক পরীক্ষায় গার্ড দেবেন তাঁরাও। পরীক্ষার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হলেও আইসিএসই এবং আইএসসির প্রথম টার্মের পরীক্ষার উপর স্থগিতাদেশ দিল সিআইএসসিই। পরে আবার কবে এই পরীক্ষার দিন নির্ধারণ হয়, তারই অপেক্ষায় রয়েছেন আইসিএসই এবং আইএসসি-র ছাত্রছাত্রীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here