মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
অবশেষে চলতি বছরে চারধাম যাত্রার অনুমতি দিল উত্তরাখণ্ড হাইকোর্ট। তবে একইসঙ্গে পুণ্যার্থীদের কোভিড বিধিনিষেধ মানা আবশ্যক বলেও জানাল আদালত। বৃহস্পতিবার উত্তরাখণ্ড হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, চলতি বছরেই পুণ্যার্থীরা চারধাম যাত্রা করতে পারবেন। তবে তার জন্য তাঁদের মানতে হবে করোনার একাধিক বিধিনিষেধ। শুধু তাই নয়, এবার থেকে প্রত্যেক ধামে পুণ্যার্থীদের সংখ্যাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
আদালত জানিয়েছে, কেদারনাথে ৮০০, বদ্রীনাথে ১০০০, গঙ্গোত্রীতে ৬০০ ও যমুনোত্রীতে ৪০০ পুণ্যার্থীকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। অর্থাৎ এক মরসুমে মোট ২৮০০ পুণ্যার্থীকে চারধামে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আদালতের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে উত্তরাখণ্ড সরকার। শুধু তাই নয়, পুণ্যার্থীদের করোনা নেগেটিভ রিপোর্ট বা করোনা টিকার দু’টি ডোজের শংসাপত্র নিয়ে যাওয়া বাধ্যতামূলক বলেই জানিয়েছে আদালত।
আরও পড়ুনঃ ব্যাড ব্যাঙ্কের জন্য ৩০,৬০০ কোটি টাকার গ্যারান্টি কেন্দ্রের, নিরাপত্তা প্রদান করবে NARCL
চলতি বছরের জুলাই মাসেই চারধাম যাত্রা শুরু হওয়ার কথা ছিল। সেইমতো চারধাম যাত্রার জন্য নয়া কোভিড বিধিও জারি করেছিল উত্তরাখণ্ড সরকার। ১ জুলাই প্রথম পর্যায়ের যাত্রা ছিল। দ্বিতীয় পর্যায়ের যাত্রার দিন নির্ধারিত করা হয়েছিল ১১ জুলাই।
আরও পড়ুনঃ মোদীর ৭১তম জন্মদিনে শুভেচ্ছা রাষ্ট্রপতি- উপরাষ্ট্রপতির, রাজভবনে বৃক্ষরোপণে ব্যস্ত রাজ্যপাল
কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পরায় জুলাইয়ে চারধাম যাত্রায় স্থগিতাদেশ দিয়েছিল উত্তরাখণ্ড হাইকোর্ট। এখন করোনার দ্বিতীয় ঢেউ সরে গিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এবার চারধাম যাত্রা শুরু করার অনুমতি দিল আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584