পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্যের প্রথম ট্রেন পৌঁছাল ডানকুনিতে

0
89

মোহনা বিশ্বাস, ডানকুনিঃ

পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রথম ট্রেন এল রাজ্যে। মঙ্গলবার আজমের থেকে প্রায় ১২০০ জন শ্রমিককে নিয়ে ট্রেনটি ডানকুনি স্টেশনে আসে। স্টেশন আসার পর ২৪ কামরার এই ট্রেনটি থেকে এক এক করে শ্রমিকদের নামানো হয়। এদিন বেলা ১০টা নাগাদ ডানকুনি স্টেশনে আগত পরিযায়ী শ্রমিকদের স্বাগত জানাতে উপস্থিত হন শ্রমমন্ত্রী মলয় ঘটক, তপন দাশগুপ্ত সহ হুগলির একধিক বিধায়ক।

migrants | newsfront.co
ঘরে ফেরা। নিজস্ব চিত্র

এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার, আইজি ও ডিআইজি সহ রাজ্যের একাধিক পুলিশ কর্তা। ট্রেন থেকে নামার পরই প্রত্যেক শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করেন জেলার সিএমওএইচ ও স্বাস্থ্য কর্মীরা। স্বাস্থ্য পরীক্ষার পর ফিট রিপোর্ট দেওয়া হলে তবেই শ্রমিকদের গ্রামে ঢোকার অনুমতি মিলেছে। এতদিন পর রাজ্যের বাইরে আটকে থাকা শ্রমিকরা নিজেদের বাড়ি ফিরতে অত্যন্ত খুশি। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here