নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ইতিমধ্যেই মৎস্য চাষের উপর জোর দিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন এলাকায় মৎস্য চাষীদের ছাড়া মাছ দিয়ে ও আর্থিক সহায়তায় রাজ্য সরকার।
সেই মতন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক মৎস্য দপ্তরের সহায়তায় রূপনারায়ন নদে ছাড়া হলো মাছ। রাজ্য সরকারের মৎস্য সঞ্চারন প্রকল্পে ৩০০ কেজি পোনা, মৃগেল, বাটা মাছ ছাড়া হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের বিডিও মদন মোহন মন্ডল, ব্লক মৎস্য আধিকারিক তুহিন শুভ্র সতপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি তপন ঘোড়া, সহসভাপতি রাজকুমার কুন্ডু, অসিত বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ধমকে জেলা পরিষদের জট কাটাতে উদ্যোগী জেলাশাসক
আধিকারিকেরা জানান, মূলত নদীতে মাছের সংখ্যা বৃদ্ধির জন্য ও সামঞ্জস্যতা বজায় রাখাই মূল উদ্দেশ্য ।
এদিন কোলাঘাট ব্লকের বিডিও মদনমোহন মন্ডল জানান, মূলত নদীতে মাছের সংখ্যা কমে যাওয়ার ফলে এলাকার মৎস্যজীবীরা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়েছে সেই আর্থিক দিকটা লক্ষ্য করেই এবার রাজ্য সরকারের মৎস্য দপ্তর থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এতে যেমন একদিকে উপকৃত হবে সমস্ত মৎস্যজীবীরা অপরদিকে আর্থিক অনটন অনেকটাই কমে যাবে বলে মনে করছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584