সংক্রমণ রুখতে বেনাচিতিতে মাছের আরত বন্ধ রাখল আরতদাররা

0
84

সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ

লকডাউনের জেরে এবার বন্ধ হল দুর্গাপুরের সব থেকে বড় মাছের আরত। জানা যায় সংক্রমণ রুখতে বেনাচিতি বাজারে এই মাছের আরত বন্ধ করলেন আরতদাররা। দুর্গাপুর মহকুমার সমস্ত ছোট বড় বাজারে, দৈনন্দিন বিক্রির জন্য মাছ পাইকারি ব্যবসায়ীরা এখান থেকেই নিয়ে যেত।

Market | newsfront.co
প্রতীকী চিত্র

সে কারণেই লকডাউনের সময়েও বিশাল ভিড় হচ্ছিল বাজারে। এমনকি কোন নিয়ম বিধি মানা হচ্ছিল না বলে জানান আরতদাররা। এমনকি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হচ্ছিল ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষকেই। কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি কারোর।

আরও পড়ুনঃ করোনা আবহে সংগঠন-ক্লাবের উদ্যোগে দুঃস্থদের সামগ্রী বিতরণ গ্রামে

অপরদিকে এই আরত থেকেই ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস। সেই আতঙ্কেই মাছ ব্যবসায়ী ও আরতদাররা মিলে বন্ধ করে দিল আরত। যদিও জানানো হয়েছে, লকডাউন কেটে গেলে ফের খুলবে এই আরত। তবে করোনা আবহের জেরে, আরত বন্ধ থাকায় দুর্গাপুরে মাছের যোগান মেলায় সমস্যা হবে বলে দুঃখ প্রকাশ করে ভোজন রসিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here