দিঘায় দৈত্যাকার মাছ ঘিরে উৎসাহীদের ভিড়

0
102

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

ওড়িশা রাজ্যের কসাফলি বন্দর থেকে মৎসজীবীদের জালে ধরা পড়ল প্রায় ২ কুইন্ট্যাল ৫০ কিলো ওজনের দৈত্যাকার কোইভোল মাছ। পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা মোহনায় মৎস নিলাম কেন্দ্রে বিক্রি করার জন্য ভুবন বেরার বিসিবি কাঁটায় মাছটিকে নিয়ে আসা হয় সোমবার সকালে।

fisherman fishing biggest fish | newsfront.co
ধরা পড়া কোইভোল মাছ। নিজস্ব চিত্র

এদিকে বিশালাকার এই সামুদ্রিক কোইভোল মাছ দেখতে উৎসুক মৎস্যজীবীরা ও দিঘায় বেড়াতে আসা পর্যটকগণ ভিড় জমালেন।

fisherman fishing biggest fish | newsfront.co
মৎস্য নিলাম কেন্দ্র। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ঘন কুয়াশার দাপ‌টে সমস্যায় নিত্য যাত্রীরা

বহু দরদামের পর অবশেষে এসএফটি নামের একটি মাছ কোম্পানি মাত্র ৫০ হাজার টাকা মূল্যেই কিনে নেয়। তবে বিদেশের বাজারে এই মাছের চাহিদা প্রচুর। জানা গেছে, এর পটকা থেকে ঔষধ ও ক্যাপসুল তৈরি হয়। তাই কয়েক লক্ষ টাকায় বিদেশে এই মাছ রপ্তানি করা যাবে বলে কোম্পানি থেকে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here