সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ
বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মৎস্যজীবির।ঘটনাটি ঘটেছে ফ্রেজারগঞ্জের জম্বুদ্বীপের কাছে।
বৃহস্পতিবার ফ্রেজারগঞ্জের হারবার ঘাট থেকে মা লক্ষ্মী নামের একটি একটি ছোট নৌকা নিয়ে ছ’জন মৎস্যজীবি মাছ ধরার জন্য সমুদ্রে পাড়ি দেয়।শুক্রবার সকালে ঐ ট্রলারে থাকা বছর পঞ্চান্নর জয়দেব মাইতি নামের এক মৎস্যজীবি হৃদরোগে আক্রান্ত হন।
ট্রলারে অনান্য মৎস্যজীবিরা ট্রলার ঘুরিয়ে তড়িঘড়ি ঘাটে ফিরে আসার জন্য রওনা দেন এবং উদ্ধার করার জন্য খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোষ্টাল থানায়।খবর পেয়ে ততক্ষনাৎ স্পীডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা। জম্বুদ্বীপ থেকে প্রায় ঘন্টাখানেক নিচে দেখা যায় মা লক্ষ্মী নামের ট্রলারটিকে।স্পীডবোট নিয়ে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় মৎস্যজীবি জয়দেব মাইতিকে অচৈতন্য অবস্থায় স্পীডবোটে তোলেন পুলিশ আধিকারিকরা।
নদীতে জোয়ার থাকার জন্য উদ্ধারে যথেষ্ট বেগ পেতে হয়। উদ্ধার করে বেলা সাড়ে দশটা নাগাদ ফ্রেজারগঞ্জ ঘাটে তাঁকে আনার পর দ্বারিকনগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584