অন্ধকারে প্রদীপের আসায় বিশ্বাস পরিবার

0
100

শান্তনু পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

বছর ৩০ এর প্রদীপ বিশ্বাস। তিন ভাইয়ের মধ্যে মেজ সে। এক মেয়ে ও স্ত্রী থাকে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। প্রদীপ দাদা ও ভাইয়ের কাছে থাকতো কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরে। দীর্ঘ দিন ধরে ট্রলারে মাছ ধরতো প্রদীপ।পনেরজন সঙ্গী সহযোগে কাকদ্বীপের এফ বি প্রসেনজিৎ ট্রলারে মাছ ধরতে গত শনিবার বঙ্গোপসাগরে পাড়ি দিয়েছিল কাকদ্বীপ থেকে সে।

fisherman | newsfront.co
প্রদীপ বিশ্বাস। নিজস্ব চিত্র

শনিবার বিকাল চারটে নাগাদ খারাপ আবহাওয়ার কবলে পড়ে জম্বুদ্বীপের কাছে উল্টে যায় ট্রলারটি। ডেকে বসে থাকা ১২ জন মৎস্যজীবীকে এফ বি মহাদেব নামে অন্য একটি ট্রলার উদ্ধার করলেও কেবিনে বসে থাকা প্রদীপ সহ ৩ জন মৎস্যজীবীর কোন খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ হাতির হানায় ক্ষতিগ্রস্ত দেওগাঁয়ের ৮ টি পরিবার

কোনক্রমে সংসার চলতো বিশ্বাস পরিবারের। নিখোঁজ থাকায় আজও হতাশার মুখে বসে রয়েছে প্রদীপের বাড়ির সদস্যরা।

family | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ঘোষণায় সার! বিনাচিকিৎসায় মৃত্যু করোনা আক্রান্ত রোগীর

অপরদিকে বাড়ি ফিরে আর ট্রলারে যেতে চাইছেনা নয়ন বিশ্বাস। ছবছরের অভিজ্ঞতা আজ নিঃস্ব করে তুলেছে ফিরে আসার পর। বাবা মায়ের এক মাত্র সন্তান নয়ন। গরীব পরিবারে বাবার হাত ধরে এই কাজ বেছে নেই সে। কিন্তু মৃত্যু মুখ থেকে ফিরে এসে আর ওই পেশায় থাকতে চাইছে না নয়ন।

ছটি ট্রলার উদ্ধার কাজে হাত লাগিয়েছে বলে জানা গিয়েছে। খবর দেওয়া হয়েছে হলদিয়া কোষ্টগার্ডকেও। নামানো হয়েছে ওভারক্যাপ্টর। তবুও হদিশমিলছেনা পাল্টি খাওয়া ট্রলার সহ তিন মৎসজীবীর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here