সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
গভীর সমুদ্রে মাছ ধরে ফেরার পথে জম্বুদ্বীপের কাছে খারাপ আবহাওয়ার কারনে উল্টে গেল ট্রলার। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ ৩জন মৎস্যজীবী।
জানা যায়, এফ বি প্রসেনজিৎ নামে একটি ট্রলারে ১৫জন মৎস্যজীবী মাছ ধরে ফিরছিলেন। শনিবার বিকাল চারটে নাগাদ খারাপ আবহাওয়ার কবলে পড়ে জম্বুদ্বীপের কাছে উল্টে যায় ট্রলারটি। ডেকে বসে থাকা ১২ জন মৎস্যজীবীকে এফ বি মহাদেব নামে অন্য একটি ট্রলার উদ্ধার করলেও কেবিনে বসে থাকা ৩ জন মৎস্যজীবী এখনও নিখোঁজ।
আরও পড়ুনঃ সামসেরগঞ্জে গঙ্গার ভাঙনে তলিয়ে গেল বিএসএফ তাঁবু
নিখোঁজ তিনজন মৎস্যজীবী হলেন, কৃষ্ণ দাস (৪৮), তিনি কাকদ্বীপের শিবকালিনগরের বাসিন্দা, প্রজদীপ বিশ্বাস (৩০), তিনি কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরের বাসিন্দা এবং শিবু বিশ্বাস (৫৫), তিনি উত্তর ২৪ পরগনার মধ্যম গ্রামের বাসিন্দা। জানা গেছে নিখোঁজ তিন মৎস্যজীবীর খোঁজে রবিবার সকাল থেকে শুরু হবে উদ্ধার কার্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584