বাগডোগরায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত পাঁচ দুষ্কৃতী

0
47

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের ঘটনায় জড়িত পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। এদিন বাগডোগরা থানায় একটি সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পশ্চিম এসিপি ভিদিত রাজ ভুনদেশ।

five anti social arrested with firearms in bagdogra | newsfront.co
ধৃত। নিজস্ব চিত্র

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে গত ৫ ডিসেম্বর রাণিডাঙ্গার হাতবাড়িজোত এলাকায় তিনটি বাইকে করে তিন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে বন্ধন ব্যাঙ্কের কর্মচারীর থেকে প্রায় তিন লক্ষ্য টাকা লুট করে পালিয়ে যায়।

police station | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্রতিবাদসভার পাশাপাশি বৈঠকের তোড়জোড় দুর্গাপুরে

এরপর ২ জানুয়ারি বাগডোগরার অদূরে টাইপুতে একটি বাইকে দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভারত ফাইনান্সের কর্মচারীর থেকে টাকা লুট করার চেষ্টা চালায়। যদিও এই ঘটনায় দুষ্কৃতীরা টাকা ছিনতাই করতে পারে না।

bike | newsfront.co
উদ্ধার হওয়া বাইক। নিজস্ব চিত্র

এই দুটি ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে ২৮ জানুয়ারি টাইপু চা বাগানের বাসিন্দা অধির সিংহকে গ্রেফতার করে। তার থেকে তথ্য পেয়ে ৯ ফেব্রুয়ারি বাগডোগরার বাসিন্দা কৃষ্ণা মিন্জকে গ্রেফতার করে পুলিশ। এর পর ১০ ফেব্রুয়ারি এনজেপি ফুলবাড়ির বাসিন্দা মনোজ রায় ও সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ।

firearms | newsfront.co
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র। নিজস্ব চিত্র

ধৃতদের থেকে তথ্য পেয়ে তাদের দলের মাথা প্রদীপ রায়কে আগ্নেয়াস্ত্র সহ এদিন ভোররাতে গ্রেফতার করে বাগডোগরা থানার পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি বাইক উদ্ধার করেছে পুলিশ।

যদিও লুটের টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। ধৃতদের থেকে জিঞ্জাসাবাদ করার পর পুলিশ জানতে পারে তারা শিলিগুড়ি সহ পাশ্ববর্তী এলাকায় ডাকাতি কর্মকান্ডে জড়িয়ে ছিল। ধৃত পাঁচ জনকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হবে। এর পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতদের ১২ দিনের পুলিশ হেফাজতের জন্য আদালতে আর্জি জানাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here