শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
রাজস্থানের সরকারি স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষায় এক অভিনব পদ্ধতিতে নকল করতে গিয়ে ধৃত ৫ জন। জানা গিয়েছে চটির সোলের ভেতরে ব্লুটুথ লাগিয়ে পরীক্ষায় নকল করছিলেন সে রাজ্যের বেশ কজন ভাবী শিক্ষকরা।
রাজস্থান এলিজিবিলিটি এগজামিনেশন ফর টিচার্স (রিট)-এর পরীক্ষায় অজমেরে চটির ভিতর ব্লুটুথ দিয়ে নকল করায় এক পরীক্ষার্থী ধরা পড়ে পুলিশের হাতে। এর পর বিকানের এবং সীকর থেকে নকল করার অপরাধে বাকিদের গ্রেপ্তার করে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান ধৃতদের চটির সোলের মধ্যে ভরা ছিল ব্লু টুথ ডিভাইস ও ফোন। আর কানে একটি যন্ত্র লাগানো ছিল। পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে কেউ তাঁদের সাহায্য করছিলেন। পুলিশ জানিয়েছে প্রায় দু লক্ষ টাকা দিয়ে ওই চটি কিনেছেন তাঁরা।
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় ‘গুলাব’-এর শক্তিক্ষয়ের জেরে ওড়িশা উপকূলে প্রবল বৃষ্টি, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস
পরীক্ষা চলাকালে কিভাবে বিষয়টি নজরে আসে পুলিশের! অজমেরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, চটির ভিতর ব্লুটুথ থাকা এক ব্যক্তিকে পরীক্ষার শুরুতেই গ্রেপ্তার করেন তাঁরা। তাঁর থেকেই জানা যায় যে, যাঁরা এ ভাবে নকল করছে তাঁদের সকলের সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ রয়েছে। এর পর সমস্ত জেলার পুলিশকে বিষয়টি জানানো হয়। এর পর জুতো, চপ্পল পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। ৩১ হাজার শূন্য পদের জন্য এ বছর ‘রিট’ পরীক্ষায় বসেছিলেন প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584