পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
শিয়ালের কামড়ে আহত এক মহিলা সহ ৫ জন। ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলার বারসই এলাকার ঘোড়াটিয়া গ্রামে। গুরুতর আহত অবস্থায় তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের কাটিহার জেলার বারসই এলাকার ঘোড়াটিয়া গ্রামের বাসিন্দা শেখ বিবারুদ্দিন শুক্রবার সকালে গ্রামের মানুষদের সাথে কথা বলছিল। সেই সময় হঠাৎ একটি শিয়াল শেখ বিবারুদ্দিনকে কামড়িয়ে চলে যায়। গ্রামবাসীরা ওই শিয়ালকে তাঁরা করলে পাশে সাবিত্রী চৌধুরী নামে এক মহিলা আগুন পোহাচ্ছিল সেই সময় তাকেও কামড় দেয় শিয়ালটি। সেই মুহুর্তে ওই গ্রামের মহম্মদ নিজামুদ্দিন জমিতে কাজ করছিল। শিয়ালটি তাকেও কামড় দেয়। গ্রামবাসীর শিয়ালটিকে ধরার জন্য জাল নিয়ে ছুটে আসে। শিয়ালটিকে জাল দিয়ে ধরার সময় আহত হয় আরও দুই গ্রামবাসী।
পরবর্তীতে শিয়ালটিকে জাল দিয়ে ধরে ফেলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসীরা। স্থানীয় মানুষেরা শিয়ালের কামড়ে গুরুতর আহত ৫ জনকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584