নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কোভ্যাক্সিনের পর এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ‘করোনা টিকা’রও ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করছে ভারত। দেশের পাঁচটি জায়গায় অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার ডিএনএ ভেক্টর ভ্যাকসিনের ট্রায়াল সম্পন্ন করা হবে। মঙ্গলবার এমনটাই জানিয়েছে কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ।
ভারতের বিভিন্ন স্থানে প্রস্তুতি চূড়ান্ত এমনটাই জানিয়েছেন ডিবিটি-র সচিব রেণু স্বরূপ৷ সোমবার তিনি জানিয়েছেন, ডিবিটি প্রত্যেক নির্মাতার সঙ্গে কাজ করছে৷ আর সেরাম সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় পর্বের ট্রায়ালে রয়েছে৷ যদি এই টিকা সফল হয় তাহলে ভারতে করোনা সংক্রমিতের প্রকৃত পরিসংখ্যান পাওয়াটা খুবই জরুরি হতে চলেছে৷
তিনি আরও বলেন যে, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটির দ্বারা তৈরি ভ্যাকসিনের শেষপর্বের হিউম্যান ট্রায়ালের জন্য প্রস্তুতি চূড়ান্ত৷ ভারতের পাঁচটি জায়গায় হবে এই মহা গুরুত্বপূর্ণ ট্রায়াল পর্ব। এই ট্রায়াল সম্পন্ন করার জন্য বড়সড় পরিকল্পনা করছে ভারত সরকার। অক্সফোর্ড ও অ্যাস্ট্রজেনেকার সঙ্গে চুক্তি করে ভারতে অক্সফোর্ডের ফর্মুলায় ডিএনএ ভ্যাকসিন তৈরি করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।
আরও পড়ুনঃ ৭গুন বেশি বিদ্যুৎ বিল! টুইটে ক্ষোভ প্রকাশ হরভজনের
ভ্যাকসিনটির প্রথম পর্যায়ের ট্রায়াল শুরুর পরই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করে বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারী সংস্থাটি। দেশের মাটিতে তৈরি হতে চলা টিকাটির নাম দেওয়া হয়েছে ‘কোভিশিল্ড’। এই ‘ভ্যাকসিনটি’র প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল আশানুরূপ ফল দিয়েছে। এবার এর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষার ফলের অপেক্ষা।
আরও পড়ুনঃ লকডাউনে তিন মাসে ১০ হাজার কোটি টাকার ব্যবসা! নজিরবিহীন বললেন স্মৃতি
উল্লেখ্য, সেরাম ইতিমধ্যেই এই ভ্যাকসিন তৈরির চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে। কর্ণধার আদর পুনাওয়ালা আগেই জানিয়েছেন, সব ঠিক থাকলে নভেম্বরেই ৩০ থেকে ৪০ লক্ষ ‘করোনা ভ্যাকসিনে’র ডোজ বাজারে চলে আসবে। অন্যদিকে, ২০ জুলাই বৈজ্ঞানিকরা ঘোষণা করেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করা কোভিড ১৯ ভ্যাকসিন প্রাথমিক পর্বে প্রয়োগের পর সাফল্য দেখা গেছে৷ করোনা ভাইরাস অতিমারির জেরে সারা পৃথিবী একটি অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে ফলে এই ভ্যাকসিন যত দ্রুত আসবে ততই সুরক্ষিত হবে মানবজাতির ভবিষ্যত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584