লকডাউনে তিন মাসে ১০ হাজার কোটি টাকার ব্যবসা! নজিরবিহীন বললেন স্মৃতি

0
116

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা মোকাবিলায় দেশজুড়ে টানা তিনমাস ধরে লকডাউন চলেছে। ফলে দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। সেই সময় কোনো শিল্পই ভালো ব্যবসা করতে পারেনি। এদিকে, ওই সময়ই ১০ হাজার কোটি টাকার ব্যবসা করেছে পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট বা পিপিই।

Smiti Irani | newsfront.co
ফাইল চিত্র

দেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে মাত্র তিনমাসে কোনো একটি নির্দিষ্ট শিল্প থেকে এত টাকার ব্যবসা নজিরবিহীন। কলকাতার শিল্পপতিদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় সোমবার এমনই বললেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি।

আরও পড়ুনঃ বেজিংকে ধাক্কা দিতে আরও ৪৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র

তিনি বলেন, সারা বিশ্বের কোনও দেশই এই তিনমাসে এত টাকার ব্যবসা করতে পারেনি বলে মনে হয়। উল্লেখযোগ্য, কোনোরকম ভর্তুকি ছাড়াই সরকার এবং বেসরকারি সংস্থা একযোগে এই কাজে এগিয়ে গিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয় শিল্পকে চাঙ্গা করতে ‘ভোকাল ফর লোকাল’এর তত্ত্ব সামনে আনেন।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি, ২৮শে জুলাই

সেই প্রসঙ্গে এদিন স্মৃতি ইরানি বলেন, কোন কোন শিল্প দেশীয় পদ্ধতিতে বাঁচবে তা নিয়ে সামগ্রিকভাবে আলোচনা না করে এক একটি শিল্প ধরে প্রতিটি বিষয় খুঁটিয়ে বিশ্লেষণ করতে হবে। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে একই ধরণের পণ্য উৎপাদন না করে, তার মধ্যে বৈচিত্র্য আনতে হবে, তবেই বাঁচবে দেশীয় শিল্প।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here