নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
দেশ তথা রাজ্যে যে ভাবে করোনা দিনের পর দিন থাবা বসাচ্ছে, তাতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। শুধু আক্রান্তই নয়, সমান তালে বাড়ছে মৃত্যুও। এমনকি শুধু জ্বরই নয়। জ্বরের সাথেও করোনা সংক্রমণের যে উপসর্গগুলি এতদিন সংক্রমিত ব্যক্তির শরীরে পাওয়া যেত, সেই লক্ষনগুলি অনেকটাই পাল্টেছে বলে জানাচ্ছে স্বাস্থ্য দফতর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা “হু”।
তাই এদিন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা পাঁচ রোগীর লালারসের নমুনা, পরীক্ষার জন্য পাঠানো হলো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন এমন পাঁচ রোগীর লালারস সংগ্রহ করে, তা পরীক্ষার জন্য পাঠানো হয়।
আরও পড়ুনঃ স্যানিটাইজার ট্যানেলের উদ্বোধন পুলিশ সুপারের
পাশাপাশি বুধবার এ বিষয়ে মেডিক্যাল কলেজের এক আধিকারিক বলেন, ‘হু’ এবং ‘আইসিএমআর’-এর গাইডলাইন মেনেই ওই পাঁচ রোগীর লালারসের নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। সেগুলির পরীক্ষা না করে আসা পর্যন্ত কিছুই বলতে রাজি নন তিনি।
এ দিকে বুধবার দমকলের সহযোগিতায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর স্যানিটাইজ করা হয়েছে। তবে মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে আসা রোগীর পরিজনদের প্রত্যেকের জ্বর মাপা হবে।যদি কারোর জ্বর রয়েছে ধরা পড়ে,তাহলে তাকে সরাসরি ফিভার ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584