নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
রাতের অন্ধকারে গ্রামে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল । গরু পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত গরু মাফিয়াদের নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, তখন রাতের অন্ধকারে গ্রামে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হল ।
ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী থানার কোচডিহি পঞ্চায়েতের তিউড়া ও বুড়িআঙ্গরি গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে , অসীম মন্ডলের দুটি গরু, ছিদাম মন্ডলের ১টি গরু খুকুমণি হেমব্রমের দুটি গরু সহ মোট তিনজনের পাঁচটি গরু চুরি হয়েছে । স্থানীয় সূত্রে আরও জানা যায়, চোরের দল চারচাকা গাড়ি করে গরু গুলিকে চুরি করে নিয়ে যায় ।
আরও পড়ুনঃ মাদারিহাট হাই স্কুলের মাঠে অজানা কারণে মৃত্যু বুনো পায়রার
অসীম মন্ডল নামে এক গরুর মালিক বলেন , রাতের বেলায় কে বা কারা গরু চুরি করে নিয়ে যায় আমরা বুঝতে পারিনি তবে এই ঘটনার সঙ্গে কোন পাচার চক্র জড়িত রয়েছে বলে তিনি মনে করেন ।খুকুমনি হেমব্রম নামে অপর এক গরুর মালিক বলেন , সকালে গবাদিপশু বের করতে গেলে দেখি গরু চুরি হয়ে গেছে অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো খোঁজ পাওয়া যায়নি ।
আরও পড়ুনঃ শারীরিক প্রতিবন্ধকতা হারিয়ে শিল্পী মনের উপহারে মুগ্ধ পুলিশ আধিকারিক
তবে তিনিও এই ঘটনার সঙ্গে কোনো পাচার চক্র জড়িত রয়েছে বলে মনে করেন ।অলোক মন্ডল নামে এক গ্রামবাসী বলেন , এই ঘটনায় আমরা ব্যাপক আতঙ্কিত এর আগে কোনদিন এই ধরণের ঘটনা ঘটেনি । রাতের অন্ধকারে গাড়ি নিয়ে এসে এইভাবে চুরির ঘটনা গ্রামে আগে কোনদিনও হয়নি ।
এই ঘটনার সঙ্গে বড় কোনো পাচার চক্র জড়িত রয়েছে ।খবর পেয়ে গ্রামে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ । ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার প্রশাসনিক আধিকারিকরা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584