নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর পাঁচদিন ব্যাপী”অধিকার যাত্রা” জনসভার মধ্য দিয়ে শেষ হল মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়ায়।চা শ্রমিক দের ন্যূনতম মজুরী,গ্রাচুইটি চালু রাখা,শীতকালে কাজের সময় কমিয়ে আনা, জিনিস পত্রের দাম কমানো,পূজোর ছুটি বৃদ্ধি সহ বিভিন্ন দাবির ভিত্তিতে গত ১৫ ডিসেম্বর আলিপুরজেলার সংকোশ চা বাগান থেকে শুরু হয়েছিল পদ যাত্রা।সুদুর সংকোশ থেকে বিভিন্ন বাগান স্পর্শ করে আজ বীরপাড়ায় প্রবেশ করলে বিভিন্ন বাগানের শ্রমিকরা পদযাত্রায় অংশ গ্রহন কারিদের অভর্থনা জানান।এছাড়া বীরপাড়া পুরানো বাস স্ট্যান্ডে একটি পথ সভা করে যাত্রার সমাপ্তি ঘোষনা করা হয়।সভায় বক্তব্য রাখেন শিলিগুড়ির মেয়র অশোক ঘোষ। তিনি চা শ্রমিকদের দাবির সমর্থনে বক্ত্যব রাখার পাশাপাশি রাজ্যের শাসক দলের লাগামহীন অত্যাচার ও সন্ত্রাসের কথা তুলে ধরেন।অপর দিকে বিজেপির তীব্র সমালোচনা করতে ভোলেননি।এদিন অনান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিটুর সাধারন সম্পাদক বিদ্যুৎ গুন।ছিলেন আলিপুরদুয়ার কোচবিহার চা বাগান মজদুর ইউনিয়নের সভাপতি কৃষ্ণ ব্যানার্জী, সিপিএমের জেলা সম্পাদক মৃনাল রায়।সিটু নেতা রবীন রাই জানান,শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গত ১৫ ডিসেম্বর সংকোশ থেকে যাত্রা শুরু হয়ে আজ বীরপাড়ায় শেষ হল।
আরও পড়ুন: তৃনমূলে যোগ দেওয়ার পরের দিনই ফের বিজেপিতে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584