নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
প্রথমে ডোন্ট কেয়ার! মনোভাব নিয়ে রাস্তায় বেড়িয়েছিল মানুষজন। কিন্তু তার পরেই সোশ্যাল মিডিয়াতে পর পর মৃত্যুর খবর আসতে থাকে। অন্যদিকে পুলিশ কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে শুরু করে। আর এর জেরেই ঘর মুখো হতে শুরু করে মানুষ জন। দুপুরের পর থেকে রাস্তা, দোকান, হাট বাজার সব শুনশান ছিল ।
টানা পাঁচ দিন লক ডাউনের দ্বিতীয় দিনে এই ছিল আলিপুরদুয়ার শহর ও সংলগ্ন এলাকার ছবি। উল্লেখ্য ৫ ও ৮ আগষ্ট রাজ্য সরকারের ঘোষিত লক ডাউন রয়েছে এই সপ্তাহে। কিন্তু আলিপুরদুয়ার শহর ও সংলগ্ন এলাকাতে মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন লক ডাউন শুরু হয়েছে।
৪, ৬ ও ৭ই আগষ্ট স্থানীয় প্রশাসন আলিপুরদুয়ার শহর ও সংলগ্ন এলাকাতে লক ডাউন ঘোষণা করেছে। যেই কারণে গোটা রাজ্যে এই সপ্তাহে দুই দিন লক ডাউন হলেও আলিপুরদুয়ার শহর ও সংলগ্ন এলাকাতে একটানা পাঁচ দিন লক ডাউন পালিত হচ্ছে।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, ” লক ডাউন মানার জন্য পুলিশ আইন অনুযায়ী সব ব্যবস্থা নেবে। সকলকেই লক ডাউন মেনে চলার জন্য আবেদন করছি।
আরও পড়ুনঃ নয়া শিক্ষানীতিতে আপত্তি জানিয়ে বিশেষ ৬ সদস্যের কমিটি গঠন রাজ্যের
” আলিপুরদুয়ারে সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে । মোট আক্রান্তের সংখ্যা ৪০০ পেরিয়ে গেছে। সেই কারণে ব্যবসায়িক সংগঠন সহ স্থানীয় সব সংগঠন মিলে প্রশাসনের কাছে টানা পাঁচ দিন লক ডাউনের আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতেই টানা লক ডাউন চলছে আলিপুরদুয়ার শহর ও সংলগ্ন এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584