হরষিত সিংহ, মালদাঃ- বিয়ে বাড়ী থেকে ফেরার পথে বোলেরো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চালক সহ একই পরিবারের চার জনের। আজ ভোরে মালদা জেলার বৈষ্ঞবনগর থানার আঠারো মাইল এলাকায় ৩৪নম্বর জাতীয় সড়কের উপর দূর্ঘটনাটি ঘটে।
মৃতদের বাড়ী ইংরেজবাজার শহরে। বৈষ্ঞবনগর থানার পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার।
পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতরা হলেন বাবা মুরলি প্রসাদ(৫৫) মা পৌশল্যা প্রসাদ দুই ছেলে রাকেশ প্রসাদ(৩৮) ও অমিত প্রসাদ(৩৫) এবং গাড়ি চালক সঞ্জয় মন্ডল(৩০)। প্রসাদ পরিবারের বাড়ী ইংরেজবাজার শহরের ১৭ নম্বর ওয়ার্ডের মহেশমাটি বিবিগ্রামে ও চালকের বাড়ী ইংরেজবাজার শহরের বড়োসাকো এলাকায়। মৃত মুরলি প্রসাদ ও তার ছেলেরা মালদা শহরের প্রতিষ্ঠিত ব্যাবসায়ী ছিলেন।পরিবার সুত্রে জানা গিয়েছে সোমবার একটি বোলেরো গাড়ী করে মুরলি প্রসাদ তার দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে বীরভূম জেলার রামপুরহাটে এক আত্মীয়ের বিয়েতে যান।এদিন রাতেই গাড়িতে করে বাড়ীর উদ্দেশ্য রওনা দেন প্রসাদ পরিবার। ৩৪নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে ফেরার পথে ডিভাইডার থাকা সত্বেও বৈষ্ঞবনগর থানার আঠারো মাইল এলাকায় একটি ডাম্পার ভুল রাস্তায় ডুকে হঠাৎ বোলেরো গাড়ির সামনে চলে আসে। জাতীর সড়কের উপর দ্রুত গতিতে থাকায় ছোট গাড়ির চালক নিয়ন্ত্রণ না রাখতে পেরে ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। ডাম্পারের সঙ্গে সংঘর্ষের জেরে দুমড়ে মুচড়ে যায় ছোট গাড়িটি। ছুটে আসে প্রতিবেশিরা। কিন্তুু গাড়ীর ভিতরে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। এক জনকে আশঙ্খাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় সিলামপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারও মৃত্যু হয়।স্থানীয় এক প্রত্যক্ষদর্শী সঞ্জিত মন্ডল জানান,”ডাম্পার গাড়িটি ভুল রাস্তায় উল্টোদিক থেকে ছুটে আসছিল। হঠাৎ ডাম্পারটি সামনে আসলে ছোট গাড়ির চালক দেখতে না পেয়ে সংঘর্ষ বাধে।”
ঘটনার পর থেকে পলাতক ঘাতক ডাম্পারের চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বৈষ্ঞবনগর থানার পুলিশ। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের অনান্য সদস্য সহ কাউন্সিলার তথা জেলা পরিষদের জয়ী প্রার্থী প্রতিভা সিং। তিনি শোকপ্রকাশ করে বলেন ‘মৃত মুরলি প্রসাদ ও তাঁর ছেলেরা খুব ভাল লোক ছিলেন। তাঁরা তৃণমূলের কর্মী ছিলেন। তার হয়ে সাংগঠনিক আনেক কাজ করেছেন। পাশাপাশি জেলার এক জন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী ছিলেন।’
ঘটনায় ঘাতক ডাম্পারটি আটক করে চালকের খোজে তদন্তে নেমেছে পুলিশ।
ছবি- অভিষেক দাস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584