নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বৃহস্পতিবার কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে সুরোবি জেলার তাং-এ-হাব্রেশিম এলাকায় জাতিসংঘের একটি গাড়িবহরে হামলা চালায় সন্ত্রাসীবাদীরা। এই সন্ত্রাসবাদী হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সকলেই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। তাঁরা জাতিসংঘের ওই গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) টুইটারে এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, আফগানিস্তানের জাতিসংঘ পরিবার আজকের ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। এই হামলায় জাতিসংঘের কোনো কর্মকর্তা হতাহত হননি বলেও নিশ্চিত করেছে ইউএনএএমএ।
এই হামলায় তালিবানরা জড়িত বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক দাবি করেছেন, কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে তালিবানরা।
আরও পড়ুনঃ চীনে নিষিদ্ধ বিবিসির সম্প্রচার
প্রায় এক বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তালিবান গোষ্ঠীর একটি চুক্তি হয় আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে। তারপর থেকে আফগানিস্তানে বিদেশি বাহিনী ও আধিকারিকদের ওপর সন্ত্রাসবাদী হামলার ঘটনা খুব একটা ঘটেনি। কিন্তু হঠাৎ করেই গত কয়েক সপ্তাহ ধরে আবারো হামলার ঘটনা দেখা যাচ্ছে। তবে ইদানিং যেসব হামলার ঘটনা ঘটছে সেগুলিতে ‘টার্গেট’ করা হচ্ছে আফগানিস্তানের সরকারি আধিকারিক, সমাজকর্মী ও সাংবাদিকদের।
আরও পড়ুনঃ টিকা চেয়ে ট্রুডোর ফোন, শীতলতা কাটিয়ে বন্ধুত্বপূর্ণ আশ্বাস মোদীর
মূলত রাস্তার পাশে বোমা পুঁতে রেখে বিস্ফোরণের ঘটনাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। গত বৃহস্পতিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পরপর তিনটি বিস্ফোরণে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও দু’জন। এছাড়া, নানগারহার প্রদেশে পৃথক তিনটি বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন ও প্রাণ হারিয়েছেন দুজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584