নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বেলদা থানার রানিসরাই ১০ নং অঞ্চলের কুটকি গ্রামে বেশ কয়েকটি পরিবার কে বয়কট রাস্তা ঘাট সমস্ত কিছু বন্ধ করল গ্রামবাসী।গ্রামে জলাজমি সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকবার সালিশি করেও সমাধান না হওয়ায় পাঁচটি পরিবারকে বয়কটের নিদান দেয় কুটকি গ্রাম কমিটি।এর জেরে ছেলে মেয়েদের পড়ার টিউশানের মাস্টার মশাইদের ও আসতে মানা করে দেওয়া হয় । অবশেষে শশাঙ্ক ভূঞ্যা নারায়ণগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে লিখিত অভিযোগ জানান ও বেলদা থানায় ও অভিযোগ দেন।পাশাপাশি রানিসরাই গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে লিখিত অভিযোগ জানান।
অভিযুক্ত গ্রামের গ্রামবাসী সন্তোষ রায় জানান উনি মিথ্যা বলছেন বয়কট করা হয় নি,কিন্তু অসহযোগিতা ঐ পরিবারের সাথে করা হচ্ছে তা তিনি স্বীকার করে নেন।রানিসরাই ১০ নং অঞ্চলের প্রধান মানস ঘোষ জানান,”আমাদের কাছে জমি সংক্রান্ত ঝামেলা হচ্ছে এই হিসেবে লিখিত অভিযোগ জানানো হয়েছে।তবে সামাজিক বয়কটের কথা জানিনা।অভিযোগ পেয়েছি জমি সংক্রান্ত ব্যাপার দুই পক্ষের সাথে আলোচনা করব।”
সামাজিক বয়কটের পর পড়াশুনা থেকে নানা পদক্ষেপে অসুবিধায় এই পাঁচ পরিবার।
আরও পড়ুনঃ পানীয় জলের দাবীতে রাস্তায় জলের পাত্র রেখে অবরোধ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584