বদলি ‘অনৈতিক’ অভিযোগ তুলে বিকাশভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ৫ শিক্ষিকার

0
93

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

এসএসকে ও এমএসকের পাঁচ শিক্ষিকার অভিযোগ অনৈতিক ভাবে বদলি করা হয়েছে তাঁদের। এই অভিযোগ ঘিরে মঙ্গলবার তুলকালাম কাণ্ড ঘটে বিকাশ ভবনের সামনে। পাঁচ শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বিকাশ ভবনের সামনে।

Bikash Bhavan
ছবি: সংগৃহীত

পাঁচ শিক্ষিকার বদলিতে অস্বচ্ছতার অভিযোগ তুলে প্রতিবাদে নামে ‘শিক্ষক ঐক্যমঞ্চ’। শিক্ষকদের অভিযোগ এক জেলা থেকে অন্য জেলায় অকারণে বদলি করে দেওয়া হয়েছে তাঁদের। এর মধ্যেই পাঁচ জন শিক্ষিকা বিকাশ ভবনের সামনেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। হাতে বিষের শিশি নিয়ে গলায় ঢেলে দেন পাঁচজন। মুখ থেকে গ্যাঁজলা উঠতে শুরু করে তাঁদের। হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁদের।

আরও পড়ুনঃ ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় কমানো হল সিলেবাস, নির্দেশিকা জারি পর্ষদের

শিক্ষক ঐক্যমঞ্চের অভিযোগ, মুর্শিদাবাদের ভগবানগোলার এক শিক্ষিকাকে বদলি করা হয়েছে দক্ষিণ দিনাজপুরে। মুর্শিদাবাদেরই অন্য এক শিক্ষিকাকে বদলি করা হয়েছে জলপাইগুড়িতে। জ্যোৎস্না টুডু নামে এক শিক্ষিকাকে মেদিনীপুর থেকে বদলি করা হয়েছে জলপাইগুড়িতে। শিখা দাসকে পূর্ব মেদিনীপুর থেকে বদলি করা হয়েছে দক্ষিণ দিনাজপুরে বদলি করা হয়েছে। পুতুল মণ্ডল নামে এক শিক্ষিকাকে দক্ষিণ ২৪ পরগনা থেকে কেচাবিহারে বদলি করা হয়েছে। বৃত্তিমূলক শিক্ষিকাদের এই বদলি অনৈতিক বলে দাবি তুলেছে শিক্ষক ঐক্য়মঞ্চ। শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন আন্দোলনকারী শিক্ষকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here