দ: দিনাজপুর জার্নালিস্টস’ ক্লাবের উদ্যোগে আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে

0
71

নিজস্ব সংবাদদাতা,দ: দিনাজপুর:
দ: দিনাজপুর জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে ৭ ডিসেম্বর পালিত হল আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে।

পরানো হচ্ছে ব‍্যাজ

সৈনিক সন্তানরা যুদ্ধক্ষেত্রে পরাক্রমতার ঐতিহ্যকে বজায় রেখে দেশের বিজয় ধ্বজা কে অক্ষুন্ন রেখেছে আত্ম বলিদানের মধ্য দিয়ে। ভারতীয় সেনার অন্তর্গত বায়ুসেনা, জলসেনা এবং স্থলসেনার দেশের এই আত্মবলিদানকারী সৈনিকদের পরিবারকে এবং যুদ্ধক্ষেত্রে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সৈনিকদের সহায়তার জন্য প্রতিবছর ৭ই ডিসেম্বর দিনটিকে আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে পালন করে
গতকাল দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাবের সদস্যরা।

জেলা সমাহর্তালয়ের আফিস, জেলা আরক্ষাধ্যক্ষকের আফিস, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, রাজ্য সৈনিক বোর্ডের আফিস, জেলা স্বাস্থ্য দপ্তরের আফিসের আধিকারিক ও কর্মীদের, বালুরঘাট থানার পুলিশ কর্মীদের সহ পথচলতি সাধারন মানুষদের আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে এর ব্যাচ পড়িয়ে দিনটি তারা পালন করেন।দেশের জন্য শহীদ হওয়া এবং যুদ্ধক্ষেত্রে শারীরিক দিক থেকে ক্ষতিগ্রস্ত বীর সৈনিক দের পরিবার কে সাহায্যের জন্য কিছু অর্থ দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাবের পক্ষ থেকে রাজ্য সৈনিক বোর্ডের হাতে তুলে দেওয়া হয়।

জার্নালিস্টস্ ক্লাবের এহেন উদ্যোগের প্রশংসায় রাজ্য সৈনিক বোর্ড, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শান্তুনু চক্রবর্তী সহ সাধারন মানুষ। দেশপ্রেমবোধের সঞ্চারে জার্নালিস্টস্ ক্লাবের এই আন্তরিক পদক্ষেপ দেশের বর্তমান এবং আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলে মনে করছে জেলাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here