পরিকল্পিতভাবে ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যেই খুনের ভিডিও বলেছেন সূর্যকান্ত মিশ্র

0
68

মালদার শ্রমিক আফরাজুলকে লাভ জেহাদের নামে মধ্যযুগীয় কায়দায় খুন করে  ভিডিও প্রচার করা হয়েছে , এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন সি পি আই (এম)এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।গত ৭-১২-২০১৭  তারিখে  লিখিত  বিবৃতিত তিনি  জানিয়েছেন- “ আফরাজুল  খান কর্মসূত্রে রাজস্থানে ছিলেন এবং সেখানেই  তিনি হিন্দুত্ববাদীদের  হাতে নৃশংসভাবে  খুন হয়েছেন সেই সময়ে যখন অসংখ্য মানুষ বাবরি মসজিদ ভাঙ্গার ২৫তম বার্ষিকীতে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।”

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নীরবতাকেও তিনি কটাক্ষ করেছেন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে বৈঠক করলেও মুখ্যমন্ত্রী রাজনাথ সিংকে এ বিষয়ে কিছু জানাননি।
মিশ্র বিবৃতিতে বলেছেন সাম্প্রাদিক ঘৃণা ছড়ানোর উদ্দেশেই সামাজিক মাধ্যমে ভিডিও আপলোড করা হয়েছে। রাজ্যবাসীকে সর্তক সচেতন থাকার আবেদন জানান তিনি। বিভেদকামীদের ফাঁদে কোন মতেই পা দেওয়া যাবে না বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত উল্লেখ থাকে যে মালদহ জেলার কালিয়াচক ১ নং ব্লকের জালুয়াবাধাল গ্রামের বাসিন্দা বছর ৫১ আফরাজুল খান কাজের সূত্রে রাজস্থানে ছিলেন। সেখানেই তাকে উগ্র হিন্দুত্ববাদী শম্ভুলাল খুন করে জ্বালিয়ে দিয়ে। পরিকল্পনা মাফিক পুরো ঘটনাটি ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। ঘটনা প্রকাশ্যে আসার পরেই মালদহ জেলা সি পি আই এম আফরাজুল খানের পরিবারের সাথে দেখা করেন। সূর্যকান্ত মিশ্র অপরাধীর চরম শাস্তি এবং আফরাজুলের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here