ঝাড়গ্রামের পাঁচশো তৃণমূল দল বদলে বিজেপি’তে

0
53

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ রাজ্যের সদ্য সমাপ্ত শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে শাসক দলের একাধিপত্য বিস্তার সকলেরই জানা। কিন্তু তা সত্ত্বেও কিছু জেলায় দলের খারাপ ফল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তা বলাই বাহুল্য। যার মধ্যে অন্যতম ঝাড়গ্রাম। যেখানে বিজেপি
র কাছে তৃণমূলের একাধিক দলীয় নেতৃত্ব
পরাজয় স্বীকার করেছে। জঙ্গলমহলের এই জয় কেই হাতিযার করে মাঠে নেমেছে বিজেপি।

নিজস্ব চিত্র

ভোটের আগে থেকেই ঝাড়গ্রামে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার হিড়িক লেগেই ছিল বিজেপি-তে যোগ দেন বিভিন্ন স্তরের কয়েকজন নেতা সহ কয়েকশো কর্মী-সমর্থক। পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রামে বেশ ভালোই ফল করেছে বিজেপি। পেয়েছে ২৪টি গ্রাম পঞ্চায়েত, ৩টি জেলা পরিষদের আসন এবং ২টি পঞ্চায়েত সমিতি। তাই ভোটের পরও দলবদলের পালা অব্যাহত রয়েছে শুক্রবার জামবনি ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শেখ বাবলু গেরুয়া পতাকা হাতে তুলে নেন। তাঁর নেতৃত্বে প্রায় ৫০০ জন তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেন। জামবনির কাপগাড়ী অঞ্চলে যুব তৃণমূলের দাপুটে নেতা ছিলেন শেখ বাবলু। বাবলু অনুগামীদের দাবি, পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়া হয়নি তাঁদের। ন্যায্য দাবিদার হয়েও বঞ্চিত হয়েছেন তাঁরা।

নিজস্ব চিত্র

শুক্রবার ঝাড়গ্রাম জেলা বিজেপি-র সভাপতি সুখময় সৎপতি যুব তৃণমূল থেকে দলে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তাঁদের অভিনন্দনও জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here