শ্যামল রায়,কাটোয়াঃ
প্রায় পাঁচশো বছরের অধিক সময় ধরে কাটোয়া মহকুমার শিঙি গ্রামের ভট্টাচার্য্য পরিবারের পারিবারিক পুজো ঘিরে মানুষের ঢল নামে। নবমীর দিনে ও পাত পেড়ে একসাথে খাওয়া দাওয়া আর হই হুল্লোড়ে মেতে উঠেছিলেন পরিবারের সদস্যরা।
পরিবারের প্রবীণতম সদস্য স্বপন ভট্টাচার্য্য সুব্রত ভট্টাচার্য্য সায়ন্তন ভট্টাচার্য্য মিঠুন ভট্টাচার্য্য ক্ষুদিরাম ভট্টাচার্য দিলিপ ভট্টাচার্য ও রাজিব ভট্টাচার্য্য প্রমুখ জানালেন যে এক সময়ে কথিত যে আকবরের সেনাপতি মানসিংহ এই পুজো মন্ডপে এসেছিলেন।
শাক্ত মতে পুজো হয় এবং প্রতিদিন ছাগ বলি দেওয়া হয়।
এটি সূর্যবংশীয় পুজো বলে অভিহিত করেছেন ভট্টাচার্য্য পরিবারের সদস্যরা।
বিসর্জনের দিনে এই ভট্টাচার্য্য পরিবারের দুর্গা প্রতিমা আগে বেরোবে তারপরে গ্রামের অন্যান্য দুর্গা প্রতিমা বের হয় বলে দাবি করেছেন পুজো কমিটির অন্যতম কর্ণধার সুব্রত ভট্টাচার্য।
প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মানুষের ঢল নামে প্রতিমা দেখতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584