মোহনা বিশ্বাস, হুগলিঃ
হুগলির পোলবায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল একটি পুলকার। দুর্ঘটনায় চালক-সহ ৫ পড়ুয়া গুরুতর আহত হয়েছে। তাঁদের মধ্যে দুই পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গ্রীন করিডর করে নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম এ।
স্থানীয় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অন্তত ১৫ জন পড়ুয়াকে নিয়ে পুলকারটি শুক্রবার সকালে শ্রীরামপুর থেকে চুঁচুড়ার খাদিনা মোড়ের দিকে যাচ্ছিল।
আরও পড়ুনঃ ফরাক্কায় নদীগর্ভ থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ
সকাল সাড়ে সাতটা নাগাদ পোলবার কামদেবপুর মোড়ে, দিল্লি রোডের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায় পুলকারটি।
চালক-সহ আহত ৫ পড়ুয়াকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দুই পড়ুয়ায় শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল থেকে গ্রীন করিডর করে দুই পড়ুয়াকে আনা হয় এসএসকেএম-এ।
আরও পড়ুনঃ বেপরোয়া লরির গতিতে ধূলিস্যাৎ দুটি দোকান, এলাকায় চাঞ্চল্য
তার মধ্যে সাত বছরের এক পড়ুয়াকে সকাল ১১.০৪ মিনিট নাগাদ ইমামবাড়া হাসপাতাল থেকে গ্রীন করিডর করে ১১.৫৮ মিনিট নাগাদ নিয়ে আসা হয় এসএসকেএম-এ।
ওই পড়ুয়াকে রাখা হয়েছে ট্রমা কেয়ার সেন্টারে। অপর পড়ুয়াকে ১১.৩৭ মিনিট নাগাদ ইমামবাড়া হাসপাতাল থেকে গ্রীন করিডর করে ১২.৪১ মিনিট নাগাদ আনা হয় কলকাতায়।
ইতিমধ্যেই বিশেষ মেডিকেল দল গঠন করা হয়েছে। এসএসকেএম-এ রয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি।জানা গেছে, স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যাওয়ার আশঙ্কায় বেপরোয়া গতিতে যাওয়ার ফলেই ঘটেছে এই দুর্ঘটনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584