নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
আলু বিক্রি করে ফেরার পথে লরি ও ট্রাক্টারের সংঘর্ষে মৃত্যু হল এক আলু চাষীর।ঘটনায় গুরুতর জখম আরও পাঁচ জন।বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।শুক্রবার রাতে মালদহের গাজোল থানার টোলট্যাক্স সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটে।পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত কৃষকের নাম প্রবাল সরকার(২২)।বাড়ি গাজোল থানার রানিপুর এলাকায়।
ঘটনায় গুরুতর জখম রয়েছে সুবল রাজবংশী(২৩), বঙ্কিম সরকার(২১), বিজয় সরকার (২২), ভৈরব রাজবংশী(২২) ও রঙ্গ রজবংশী(২১)। প্রত্যকের বাড়ি গাজোলের রানিপুর গ্রামে।জানা গিয়েছে এরা প্রত্যকে আলু চাষী। শুক্রবার মাঠ থেকে আলু তুলে আলমপুরে বিক্রির জন্য নিয়ে।ছয়জন মিলে একটি ট্রাক্টার ভাড়া করে আলু বিক্রির জন্য নিয়ে যায়।
আরও পড়ুনঃ বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তির মৃত্যু
আলমপুর থেকে আলু বিক্রি করে গভীর রাতে বাড়ি ফিরছিলেন তারা।ট্রাক্টারে করে বাড়ি ফেরার পথে গাজোল টোল ট্যাক্স সংলগ্ন খোলপুর এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টারটিতে ধাক্কা মারে।লরির ধাক্কায় ট্রাক্টারটি উল্টে যায়। গুরুতর জখম হয় ট্রাক্টারের টলিতে বসে থাকা প্রায় পাঁচ জন।স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে গাজোল গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের মালদা মেডিকেলে রেফার করেন চিকিৎসকেরা। মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একজনের। বাকীরা চিকিৎসাধীন।ঘটনায় দূর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটি উদ্ধার করে তদন্তে নামে গাজোল থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584