শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
রাজস্থানে ৫ শিশুর প্রাণ গেল শস্য সংগ্রহের কন্টেনারে আটকে গিয়ে। খেলতে খেলতে কন্টেনারের ভিতরে ঢোকে তারা, কিন্তু আর বেরোতে পারেনি সেখান থেকে। তার থেকেই এই নির্মম পরিণতি।
রাজস্থানের বিকানিরে শ্বাসরোধ হয়ে প্রাণ গেল ৫শিশুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খেলার সময় একজন একজন করে লাফিয়ে একটি শস্য সংগ্রহের কন্টেনারে ঢুকে পড়ে পাঁচজন। কন্টেনার প্রায় খালি থাকায় আর লাফিয়ে বেরোতে পারেনি তারা। সকলেরই বয়স ৩ থেকে ৮ বছরের মধ্যে। ঘটনাটি ঘটেছে রবিবার। বাচ্চাগুলি খেলতে খেলতে কন্টেনারে ঢোকার পরে কোনভাবে ঢাকনা বন্ধ হয়ে যায় কন্টেনারটির।
আরও পড়ুনঃ দক্ষিণ এশিয়ার ছ’টি দেশের মধ্যে শিশুমৃত্যুর হার সবথেকে বেশি ভারতে
বিকানিরের এসপি প্রীতি চন্দ্র জানিয়েছেন মৃত শিশুদের মধ্যে ছিল চারজন মেয়ে ও একটি ছেলে। তিনি জানিয়েছেন, ” ঘটনার সময় এই পাঁচ শিশুর মা বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে বাচ্চাদের খোঁজ না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন আশেপাশে। তখনই হঠাৎ কন্টেনারের ঢাকা খুলতে মেলে পাঁচটি শিশুর দেহ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584