মঞ্জীরের মানবিক মুখ

0
81

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মঞ্জীরের মানবিক মুখের সাক্ষী থাকলো এম আর সি সি কলেজ।পুজার মুখে হাসি নতুন পোশাক পেয়ে হাসি ফুটলো প্রতিবন্ধী শিশুদের মুখে। প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের সঙ্গীতবাজারের শাস্ত্রীয় নৃত্য ও অংকন শিক্ষা প্রতিষ্ঠান মঞ্জীর।বর্তমান ব্যক্তি কেন্দ্রিকতার যুগে নিজেদের শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতার পাঠদিতে এবং সামাজিক কাজে তাদের উদ্বুদ্ধ করতে শুক্রবার মঞ্জীর তাদের শিক্ষার্থীদের সাথে নিয়ে হাজির হয়েছিল পালবাড়ির এম আর সি সি কলেজে।সেখানে তারা ৭৬ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী হাতে নতুন পোশাক তুলে দেয়।প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা নিজেরাই তাদের পছন্দের নতুন পোশাক বাছাই করে নেয় সেখানে নিয়ে যাওয়া অনেক পোষাকের মধ্যে থেকে।

নিজস্ব চিত্র

পাশাপাশি এম আর সি সির শিশুদের হাতে চকলেট,মিষ্টি,কেক তুলে দেওয়া হয়।মঞ্জীরের এই কাজে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন সংস্থায় শিক্ষারত ছাত্র-ছাত্রীদের অভিবাবকরা,সাহায্যের হাত বাড়িয়ে দেন রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্রীরা,পাশাপাশি শুভাকাঙ্ক্ষী গণ।মঞ্জীরের এই কাজে সর্বাত্মক ভাবে সাহায্য করেন এম আর সি সি কর্তৃপক্ষ।এই কাজে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান মঞ্জীরের অধ‍্যক্ষা পিয়াংকা সাহা।এদিনের এই ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম আর সি সির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সনাতন হাজরা, প্রধান শিক্ষক অরূপ কুমার ঘড়া সহ এম আর সি সির সমস্ত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীবৃন্দ।

আরও পড়ুনঃ কুরুম্বা গ্রামের ঢাকেশ্বরী দূর্গা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here