পিয়ালী দাস, বীরভূমঃ
করোনা সংক্রমণের জন্য স্থানীয় হাসপাতালকে বিধায়ক তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা অনুদান দিলেন সাঁইথিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক নীলাবতি সাহা। রাজ্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক জেলায় গড়ে তুলেছেন সুপার স্পেশালিটি হাসপাতাল। ইতিমধ্যে বীরভূমের সাঁইথিয়া হাসপাতালকে আরো উন্নততর করার জন্য বরাদ্দ করেছেন কয়েক কোটি টাকা।
সেই মোতাবেক হাসপাতালে আলাদা বেড বাড়ানোর ব্যবস্থার কাজ শুরু হয়েছে। চলতি বছরের শুরু থেকেই আচমকাই করোনা সংক্রামণের ঝড়ে বিধ্বস্ত গোটা পৃথিবী সেই পরিস্থিতি সামাল দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আরও পড়ুনঃ চাল-আলু কম দেওয়ায় বিক্ষোভ বাসিন্দাদের
স্থানীয় বিধায়ক নীলাবতী সাহা যেমন এলাকায় এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন মানুষকে, তেমনি হাসপাতাল উন্নয়নে অনুদানও দিলেন ৫ লক্ষ টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584