মহারাষ্ট্রে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তুমুল গুলির লড়াই, খতম তিন মহিলা-সহ পাঁচ মাওবাদী

0
82

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মহারাষ্ট্রের গড়চিরোলিতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তুমুল গুলির লড়াইয়ে খতম হল পাঁচ মাওবাদী। মৃতদের মধ্যে রয়েছে তিন জন মহিলা। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড় সীমান্তে অবস্থিত উত্তর গড়চিরোলি’র ধানোরা এলাকায়।

Maoist attack | newsfront.co
প্রতীকী চিত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গোপন সূত্রে খবর আসে যে, ছত্তিশগড়ের সীমান্তে অবস্থিত উত্তর গড়চিরোলির ধানোরা এলাকার কোসমি-কিসনেলি জঙ্গলে বেশ কয়েকজন মাওবাদী ক্যাম্প তৈরি করেছে।

সেই খবরের ভিত্তিতেই গতকাল রবিবার সকাল থেকে ওই জঙ্গলে যৌথ অভিযান চালাচ্ছিলেন গড়চিরোলির বিশেষ মাওবাদী দমন বাহিনীর সদস্যরা। এদিন বিকেল সাড়ে চারটের সময় তাঁরা যখন গভীর জঙ্গলে তল্লাশি চালাচ্ছিলেন সেসময় আড়াল থেকে আচমকা গুলি ছুঁড়তে আরম্ভ করে মাওবাদীরা।

আরও পড়ুনঃ সেনা বাহিনীর ইভেন্ট ক্যান্টিনের ব্যয় সংকোচনের প্রস্তাব

পালটা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। কিছুক্ষণ এই গুলির লড়াই চলার পর পালিয়ে যায় মাওবাদীরা। তখন ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিন মহিলা-সহ পাঁচ মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। পাশাপাশি সেখান থেকে প্রচুর অস্ত্র, কার্তুজ ও মাওবাদী মতবাদ সম্পর্কিত কাগজপত্রও উদ্ধার হয়েছে।

আরও পড়ুনঃ দেশের পক্ষে ভয়ঙ্কর! কেন্দ্রের বিরুদ্ধে তোপ সোনিয়ার

ঘটনা প্রসঙ্গে গড়চিরোলির সহকারী পুলিশ সুপার বাহুসাহেব ঢোলে জানান, ‘গোপন সূত্রে খবর পেয়ে ওই জঙ্গলে অভিযান চালানো হয়েছিল। উভয়পক্ষের লড়াইয়ে তিন মহিলা-সহ পাঁচ মাওবাদী খতম হয়েছে। তবে এই লড়াইয়ে নিরাপত্তারক্ষীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি, তাঁরা সুরক্ষিত আছেন। এই বছরে এখনও পর্যন্ত মাওবাদী দমন অভিযান করে এটাই সবচেয়ে বড় সাফল্য।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here