পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

0
27

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

পণের দাবিতে এক গৃহবধূকে খুন করে দড়িতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুমারগঞ্জ ব্লকের সমজিয়া পঞ্চায়েতের সূবর্ণসইত গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম লাভলী বিবি (২৫)।

housewife murdered | newsfront.co
নিজস্ব চিত্র

এই ঘটনায় স্বামী, শ্বশুর-শাশুড়ি সহ মোট পাঁচজনের বিরুদ্ধে কুমারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবার।

যদিও কুমারগঞ্জ থানার ওসি তাসি থিরিং সেরপা জানিয়েছেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে এখনও পর্যন্ত কোন অভিযোগ তিনি পাননি।

আরও পড়ুনঃ অন্তঃসত্ত্বা মহিলাকে খুন

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রায় আট বছর আগে বালুরঘাটের বোল্লা পঞ্চায়েতের চকজুজুর এলাকার বাসিন্দা আজগর সরকার তার বড় মেয়ে লাভলী বিবির বিয়ে দেন সূবর্ণসইত গ্রামের বাসিন্দা সুজাউর সরকারের সাথে। তিন মেয়ে ও এক ছেলের সংসারেও অত্যন্ত কষ্টে বিয়ের সময় ১০ হাজার টাকা ও তিন ভরি সোনার গয়না দিয়েছিলেন আজগরবাবু।

বিয়ের পর কিছুদিন ভালোই চলছিল। কর্মসূত্রে সুজাউর সরকার ভিন রাজ্যে থাকতেন। বর্তমানে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ বিগত ছয় মাস ধরে শ্বশুরবাড়ি থেকে অতিরিক্ত এক লক্ষ টাকা পণের দাবি করে আসছিল সুজাউর।

আরও পড়ুনঃ শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের চলন্ত ট্রাকে আগুন

অভিযোগ, সেই টাকা দিতে না পারায় পরিবারে অশান্তি চলছিল। এরপরই রবিবার সকালে শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মৃতার পরিবার। পৌঁছায় পুলিশও।

মৃতার দাদা মুন্না সরকার জানিয়েছেন, পণের দাবিতে বেশ কিছুদিন ধরে তার বোনের উপর অত্যাচার চলছিল। আর তারপরই তাদের বোনকে খুন করে দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here