জেলায় করোনা আক্রান্ত ৫, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১ জন

0
25

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জেলার ইসলামপুর মহকুমার ৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। বৃহস্পতিবার গভীররাতে এই রিপোর্ট জেলায় এসে পৌঁছেছে। আক্রান্তদের চিহ্নিত করে কোভিড হাসপাতালে পাঠানো হচ্ছে।

hospital | newsfront.co
প্রতীকী ছবি

অন্যদিকে, রায়গঞ্জের কোভিড হাসপাতাল থেকে ফের একজন করোনা জয়ী ছুটি পেয়েছেন। তিনি ভিনরাজ্য থেকে জেলায় ফিরে এলে তার লালারসে করোনা পজিটিভ পাওয়া যায়। তার চিকিৎসা হয় রায়গঞ্জ কোভিড হাসপাতালে।

আরও পড়ুনঃ করোনা আবহে বিজেপি ছেড়ে তৃণমূলে ৩ নেতা

বৃহস্পতিবার রাতে তাকে ছুটি দেওয়া হয়েছে। সুস্থ হওয়া শ্রমিকের বাড়ি রায়গঞ্জ ব্লকের ভাতুন গ্রাম পঞ্চায়েতের তাজপুরে। মাস দশেক আগে মহারাষ্ট্রে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন তিনি। লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফিরে আসেন। ২৪ মে তার রিপোর্ট পজিটিভ এসেছিল।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানিয়েছেন, করোনা আক্রান্ত জেলার মোট ২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একের পর এক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। বর্তমানে রায়গঞ্জের কোভিড হাসপাতালে ৬ জন ভিন রাজ্য ফেরত করোনা পজিটিভ শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here