নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বেঙ্গালুরুর নার্সিং কলেজে পড়াশুনো করতে গিয়ে আটকে পড়েছেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের ৫ ছাত্রী। করোনার কারণে চলছে লকডাউন। আর তারই জেরেই আটকে পড়েছেন বাংলার এই ৫ জন নার্সিং পাঠরত ছাত্রী। রবিবার সকালে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির পূর্ত ও সড়ক পরিবহণ কর্মাধ্যক্ষ তরুন ভট্টাচার্যের কাছে ছাত্রীরা ফোন করেন।
একটি ভিডিও বার্তাও মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য পাঠানো হয়। ভিডিও বার্তায় তারা মূখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান, বেঙ্গালুরুতে চরম কষ্টের মধ্যে তারা রয়েছেন।যদি বাংলায় মূখ্যমন্ত্রীর তত্বাবধানে তাদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়, তাহলে তারা চিন্তামুক্ত হবেন। । তাদেরপরিবারের লোকজনও চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন ।
আরও পড়ুনঃ গ্রীনজোন উত্তর দিনাজপুরে মঙ্গলবারও স্তব্ধ বাসের চাকা
এই খবর তরুন বাবুর কাছে আসামাত্রই বিষয়টি পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষের কাছে জানান। তবে এইমুহুর্তে পাঁশকুড়ার ৫ ছাত্রীর পরিবার চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584