মনিরুল হক, কোচবিহারঃ
গোপন সূত্রে খবর পেয়ে ৪ বাংলাদেশী নাগরিক সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে মেখলিগঞ্জের কুচলিবাড়ি থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে। ৬৬ বোতল নিষিদ্ধ কাশির সিরাফ ফেন্সিডিল ও একটি সাদা রঙের মারুতি গাড়িও তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে।
ধৃতদের মধ্যে বাংলাদেশের ৪ নাগরিক হলেন সুনামগঞ্জের সরাল মিয়াঁ, এমডি সাহাবুদ্দিন, লিপন মিয়াঁ, গাববানের মঞ্জু মিয়াঁ। এছাড়াও তাঁদের সাথে এক ভারতীয় নাগরিক কুচলিবাড়ির বাসিন্দা গুণধর রায়কেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বাংলাদেশী নাগরিকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, কুচলিবাড়ি থানার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে তাঁরা ভারতে প্রবেশ করেছে। পুলিশ তাঁদের বিরুদ্ধে বিদেশী আইনের অধীনে ও এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করেছে।
আরও পড়ুনঃ রূপনারায়ণের বাঁধে ফাটল, আতঙ্ক
মেখলিগঞ্জের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর বিশাল অংশে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয় নি। সেই সুযোগ নিয়ে একদিকে যেমন সেখানে পাচার চক্র মারাত্মক ভাবে সক্রিয়, তেমনি বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ার ঘটনা ঘটছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে । এদিন ৪ বাংলাদেশী নাগরিকের ভারতের মাটিতে ধরা পড়ার পর সেই দাবিই সত্য প্রমাণ হয়েছে বলেই মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584