ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
বিশ্বব্যাপী করোনা অতিমারির মাঝেই কঙ্গোয় আবার নতুন করে ইবোলা ভাইরাসের হানায় এক ১৫ বছরের তরুণী সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে বলে ইউনিসেফ সূত্রে জানা গেছে।
ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় এমবান্দাকা শহরে ইবোলা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এছাড়াও দেশের পূর্বাঞ্চলের বেশ কিছু জায়গায় এই ভাইরাস ছড়িয়েছে বলে খবর।
Five people, including a 15-year-old girl, have died of Ebola in a fresh outbreak of the virus in the Democratic Republic of Congo, UNICEF says. Nine cases total have been reported, according to the organization. https://t.co/FkQT2k3b3s
— CNN International (@cnni) June 2, 2020
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর তরফ থেকেও এই মহামারীর খবর নিশ্চিত করা হয়েছে। মহাসচিব গেব্রেয়াসুস মন্তব্য করেন যে ইবোলা প্রাদুর্ভাব মনে করিয়ে দেয় শুধু কোভিড-১৯ মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি নয়।
অন্যদিকে ইতিমধ্যে কঙ্গোতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার মানুষ। যার মধ্যে মৃত্যু হয়েছে ৭২ জনের।
আরও পড়ুন:ব্রেকিং নিউজঃদেশে মোট করোনা আক্রান্ত প্রায় ২ লক্ষ, মৃত ৬ হাজার
২০১৮ সালে প্রথম আক্রান্ত হওয়া আফ্রিকার এই দেশে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পরে তখন এই ভাইরাস নির্মূল হওয়ার পথে তখন আবার নতুন করে এই আক্রান্তের খবরে কপালে চিন্তার ভাঁজ কঙ্গো সরকার সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584