মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বলিউডের বিখ্যাত সাজিদ-ওয়াজিদ সুরকার জুটির ওয়াজিদ খান। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। এর মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণও ধরা পড়েছিল তাঁর শরীরে। এবার করোনায় আক্রান্ত হলেন মৃত সংগীত পরিচালক ওয়াজিদ খানের মা রেজিনা।
![Wajid Khan | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2020/06/Wajid-Khan.jpg)
সংবাদে প্রকাশ, ওয়াজিদের দেখভাল করার জন্য হাসপাতালেই ছিলেন রেজিনা। ওয়াজিদের আগেই তাঁর মায়ের শরীরে করোনা ধরা পড়েছিল। তবে সূত্রের খবর, রেজিনা এখন ভালো আছেন। হাসপাতালে অন্যান্য করোনা পজিটিভ রোগীদের সংস্পর্শে এসে রেজিনার শরীরে করোনা প্রবেশ করে বলে অনুমান।
আরও পড়ুনঃ চুমু বাদ দিয়ে শুটিং শুরুর অনুমতি বলিউডে
সম্প্রতি সলমনের করোনা সচেতনতা গানে সুর করেছিলেন সাজিদ-ওয়াজিদ। এছাড়াও সলমন খানের বহু হিট গানের নেপথ্যে ছিলেন এই সংগীত পরিচালক জুড়ি। মাত্র ৪২ বছর বয়সে ওয়াজিদের মৃত্যুতে শোকাহত গোটা বলিউড। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউড-টলিউডের সেলেবরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584