নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
প্রতিবছর ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে জেলার কৃতী শিক্ষকদের ” শিক্ষারত্ন” পুরস্কারে সাম্মানিত করা হয়। এবছর জেলার ৫ কৃতী শিক্ষক সেই পুরস্কারে সম্মানিত হবেন। যার মধ্যে প্রাথমিক স্তরের ৩ জন শিক্ষক এবং মাধ্যমিক স্তরের ২জন শিক্ষক রয়েছেন।
এঁরা হলেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার পরাণচক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার শেঠ, কাঁথির ধর্মদাস বার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন মাইতি,ময়নার কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মাইতি, হলদিয়া জয়নগর হাই স্কুলের সহকারী শিক্ষক কানাই মহন্ত এবং কাঁথির খলিসাভাঙা হাই স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন মান্না। প্রতিবছর কলকাতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য মন্ত্রী আধিকারিকদের উপস্থিতিতে সম্মান প্রদান করা হয় ।
আরও পড়ুনঃ নিজেদের দাবি আদায়ে এবার মুখ্যমন্ত্রীর বাড়িতে চিঠি কয়েকশো যুবক যুবতীর
কিন্তু বর্তমান সময়ে মহামারি কোভিড-১৯ এর কারণে বহু মানুষের উপস্থিতিতে সেই অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। তাই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ভার্চুয়াল সভার মধ্যদিয়ে প্রতিটি জেলার জেলাশাসকের দফতর থেকে সরকারি নিয়ম মেনে ৫ ই সেপ্টেম্বর এই সম্মান প্রদান করা হবে। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিক্ষক মহল । এই ধরণের সম্মানের ফলে রাজ্যে শিক্ষকদের, ছাত্র-ছাত্রীদের প্রতি অবদান যে আরও বাড়বে এ বিষয়ে কোন সন্দেহ নেই ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584