ওয়েবডেস্কঃ
কাশ্মীররে কুলগামে শ্রমিকদের ক্যাম্পে জঙ্গি হানায় প্রাণ হারালো রাজ্যের মুর্শিদাবাদ জেলার পাঁচ পরিযায়ী শ্রমিক।
সুত্রের খবর মঙ্গলবার সন্ধে নাগাদ ক্যাম্পে থাকা ছয় শ্রমিককে প্রথমে আপহরণ করা হয়। তারপর তাদের গুলি করে মারা হয়। এক শ্রমিক কোনোভাবে সেখান থেকে পালিয়ে প্রানে বাঁচেন।
#UPDATE Jammu and Kashmir Police sources: Security forces have cordoned the area and a massive search operation is going on there. Additional security forces have been called in. Labourers killed by terrorists were believed to be from West Bengal and were working as daily wagers. https://t.co/KmYZ1G93ao
— ANI (@ANI) October 29, 2019
মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী মৃতেরা হলেন নাইমু্দ্দিন সেখ(পিতা- জারজেশ সেখ), মুরসালিম সেখ(পিতা- আমীর হোসেন), রফিকুল সেখ(পিতা-সাদেকুল সেখ), রফিক সেখ (পিতা-গফুর সেখ) ও কামরুদ্দিন সেখ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন জহিরুদ্দিন সরকার (পিতা-আব্দুস সামাদ সরকার)।তাদের প্রত্যেকেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানার অন্তর্গত বোখারা ১নং গ্ৰাম পঞ্চায়েতের বাহালনগর গ্ৰামে।
আহত জহিরুদ্দিন সরকার কোনো ভাবে সেখান থেকে পালিয়ে প্রানে বাঁচেন। তার পায়ে গুলি লেগেছে। তাকে অনন্তনাগ হাসপাতলে ভর্তি করা হয়েছে।
(ফিচার ছবি-প্রতীকী ও ছবি সৌজন্যে-PTI)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584