বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বেশ কিছুদিন ধরেই শহর শিলিগুড়ি এলাকায় টোটো ছিনতাই ঘটনা ঘটে চলছিল। ঠিক তখনই শনিবারও এভাবেই নবগ্রামের এক ব্যক্তির টোটো ছিনতাই করে।এর পরেই সমগ্র ঘটনার তদন্ত নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ।মেলে বড় সাফল্য। অবশেষে পুলিশের জালে টোটো অপহরণকারী চক্রের পাঁচ দুষ্কৃতী।ধৃতদের নাম পুতুল দাস, অমল দাস,গৌতম রায়, আমির শেখ ও অনিমেষ সাহা।তারা নবগ্রাম, সাউথ কলোনি ও অম্বিকানগরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে শহরের বিভিন্ন এলাকা থেকে ধৃতরা যাত্রী হিসেবে টোটোতে উঠতো। এরপর চালককে চা,বিস্কুট অথবা ঠান্ডা পানীয় খাওয়ানো হতো।তা খাওয়ার পর যখন চালক বেহুশ হতো তখন সেই টোটো চালককে সহ টোটো নিয়ে যাওয়া হতো দূরে কোনো ফাঁকা জায়গাতে।এরপর টোটো নিয়ে পালিয়ে যেতো দুষ্কৃতীরা।পরেই এই টোটো অন্য রং করে বিক্রি করতো।
আরও পড়ুনঃ প্রকাশ্য দিবালোকে ছিনতাই করতে গিয়ে ধৃত তিন যুবক
এরপরেই গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ।রবিবার এই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করে।ধৃত পাঁচ জনের মধ্যে একজন মহিলা।ধৃতদের কাছ থেকে ইতিমধ্যেই দুইটি চোরাই টোটো উদ্ধার করছে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584