শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বন্দে ভারত মিশনে দ্বিতীয় পর্যায়ে প্রবাসীদের ফেরাতে প্রথম বিমান অবতরণ করল কলকাতায়। লকডাউনে বাংলাদেশে আটকে পড়া এ রাজ্যের বাসিন্দাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল এই বিশেষ বিমানের। সোমবার দুপুর ১টা নাগাদ ১৬৯ জন যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় এয়ার ইন্ডিয়ার বিমান।

বিমানবন্দরে পৌঁছনোর পর, তাঁদের শারীরিক পরীক্ষা করে নির্ধারিত ৩০ টি বাসে তুলে দেওয়া হয়। নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে যাঁরা ফিরছেন, তাঁদের ১৪ দিন কোয়রান্টাইনে থাকতে হবে।

প্রসঙ্গত, এ রাজ্যে আটকে পড়া ৩৩ জন বাংলাদেশিকে ওই বিমানেই সকালে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।
লকডাউনে ৬০ দিন পর এই কলকাতায় নামল যাত্রীবাহী বিমান। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, বিদেশ থেকে যাঁরা ফিরবেন, তাঁরা যদি সরকারি কোয়রান্টাইনে থাকতে চান, সেখানে নিখরচায় ব্যবস্থাও করা হবে।

এছাড়াও তাঁরা যদি হোটেলে নিজের খরচায় থাকতে চান, সেই বন্দোবস্তও রয়েছে। যে সব হোটেল থাকার ব্যবস্থা রয়েছে, যাত্রীদের কাছে তার একটি তালিকা তুলে দেওয়া হয়েছে। তবে বেশির ভাগই সরকারি কোয়রান্টাইনে থাকতে রাজি হয়েছেন।

ঢাকা থেকে বিমানে ওঠার আগে যাত্রীদের এক দফা শারীরিক পরীক্ষা করা হয়েছে। এখানে পৌঁছনোর পর আরেক দফা শারীরিক পরীক্ষা করা হয়। সমস্ত যাত্রী সুস্থ এবং স্বাভাবিক আছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্বাস্থ্যকর্মী, পুলিশ এবং বিমানবন্দরের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে মূলত মেডিকেল চেকআপ এবং অন্যান্য প্রক্রিয়ার পরেই তাদের বাসে নিয়ে যাওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584