বিমান চলাচলে অসুবিধার অভিযোগ, ‘বুর্জ খলিফা’-র লেজার শো নেভাতে বাধ্য হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব

0
255

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

করোনা বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তৃতীয়া , চতুর্থী থেকেই প্যান্ডেল দর্শনার্থীদের ভিড় জমছিল ভিআইপি রোডের ১৪০ ফুট উঁচু ‘বুর্জ খলিফা’ দেখতে। কলকাতা বিমানবন্দরের কাছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের মন্ডপ তৈরি হয়েছে হয়েছে দুবাইয়ের সর্বোচ্চ বাড়ির শিরোপা পাওয়া ভবন‘বুর্জ খলিফা’-র আদলে। সাথে বিশেষ আকর্ষণ লেজার শো। কিন্তু মণ্ডপের লেজার আলোয় বিমান চলাচলে সমস্যা হচ্ছে বলে আপত্তি ওঠাতেই তা নিভিয়ে দিতে বাধ্য হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।

Sreebhumi
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মন্ডপ, ছবিঃ টুইটার

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী বিমানবন্দর এলাকার কাছাকাছি স্থানে লেজার আলোর ব্যবহার, ফানুস ওড়ানো নিষিদ্ধ। এর ফলে বিমান চলাচলে ব্যাঘাত ঘটে। শ্রীভূমির মণ্ডপ বিমানবন্দরের একেবারেই কাছাকাছি এবং এই পুজোর প্রধান উদ্যোক্তা রাজ্যের দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী সুজিত বসু। তা তিনি কি এই নিয়মগুলি জানেন না? জানা যায়নি তাঁর প্রতিক্রিয়া।

আরও পড়ুনঃ জলমগ্ন বিমানবন্দর, গাড়ির পরিবর্তে ট্র্যাক্টরে করে বিমান ধরতে যাচ্ছেন যাত্রীরা!

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তিনটি আলাদা আলাদা বিমানের পাইলটরা কলকাতার ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল’-এ অভিযোগ জানান। এর পরে এটিসি বিমানবন্দরকে বিষয়টি জানায়। ওই লেজার আলোর জন্য সমস্যা তৈরি হয় বিমান চলাচলে। জানা গিয়েছে, পুলিশের পাশাপাশি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকেও আপত্তি জানানো হয়। তার পরেই আলো নিভিয়ে দেওয়া হয় মণ্ডপের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here