শুরু ফ্লিপকার্ট বিগ সেভিং ডে’জ সেল: দেখে নিন অফার

0
193

শুরু হয়েছে ফ্লিপকার্ড বিগ সেভিং ডে’জ সেল। থাকছে একাধিক অফার স্মার্ট ফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি ও অন্যান্য ইলেকট্রনিকস ডিভাইসের উপর। সেল চলবে ১৬ জুন পর্যন্ত।

flipkart big saving days | newsfront.co
সৌজন্যেঃ ফ্লিপকার্ট অফিসিয়াল সাইট

অ্যাপেল আইফোন ১১(Apple iPhone 11),৬৪ জিবি:

ফোনটির আসল দাম ৫৪,৯০০ টাকা। এই মুহূর্তে অফারে পাওয়া যাচ্ছে ৪৯,৯৯৯ টাকায়। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পুরাতন আইফোনের বদলের সুযোগ।

গুগল পিক্সেল ৪এ (Google Pixel 4a):

ফ্লিপকার্টের বিগ সেভিং ডে’জ অফারে এই ফোন পাওয়া যাচ্ছে ২৬,৯৯৯ টাকায়। এই ফোনের আসল দাম ৩১,৯৯৯ টাকা। এছাড়াও এক্সচেঞ্জ অফারের সুযোগ।

রিয়েলমি ন্যাজারো ২০(Realme Nazaro 20):

এক্সচেঞ্জ অফারের সুবিধা সহ বর্তমানে ফোনটি পাওয়া যাচ্ছে ৯,৯৯৯ টাকায়। ফোনটির আসল দাম ১২,৯৯৯ টাকা।

স্যামসাং গ্যালাক্সি এফ ১২(Samsung Galaxy F 12):

ফোনটির আসল দাম ১২,৯৯৯ টাকা। এক্সচেঞ্জ অফার সহ বর্তমানে ফোনটি পাওয়া যাচ্ছে ৯,৯৯৯ টাকায়।

এসার অ্যাসপায়ার ৭ (Acer Aspire 7)ল্যাপটপ:

গেম খেলার জন্য খ্যাত এই ল্যাপটপের আসল দাম ৮৯,৯৯৯ টাকা। বর্তমানে অফারে এটি পাওয়া যাচ্ছে ৫৬,৯৯০ টাকায়।

এমএসআই জিএফ ৬৩ (MSI GF63) ল্যাপটপ:

অফার মূল্য ৪৯৯৯০ টাকা, আসল দাম ৬৭,৯৯০ টাকা।

এলজি স্মার্ট টিভি (LG UHD 65-inch 4K Smart TV):

স্মার্ট টিভিটি অফারে পাওয়া যাচ্ছে ৭৬,৯৯৯ টাকায়। স্মার্ট টিভিটির আসল দাম ১,৩৯,৯৯০ টাকা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here