আত্রেয়ী নদীর জল ঢুকে প্লাবিত বালুরঘাট

0
33

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

এ যেন মরার উপর খাঁড়ার ঘা। একদিকে করোনা আতঙ্কে জনজীবন বিপর্যস্ত। অন্যদিকে টানা বৃষ্টিতে বন্যার ভ্রুকুটি ।২০১৭ বন্যার স্মৃতি উস্কে দিয়ে ফের আত্রেয়ী নদীর জল ঢুকে পড়ল বালুরঘাটের লোকালয়ে। বালুরঘাটের বেশ কয়েকটি এলাকায় নদীর জল ঢুকে জলমগ্ন হলো বালুরঘাটের বেলাইন এলাকার পরিবারগুলি।

Flooding | newsfront.co
নিজস্ব চিত্র

নদীর জলস্তর ক্রমশ বেড়ে চলায় আতঙ্কে দুই চোখের পাতা এক করতে পারছেন না বাসিন্দারা। ইতিমধ্যেই মানুষজন জিনিসপত্র ও পরিবার নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন। প্রায় একশটি পরিবারের ৫০০-এর বেশি বাসিন্দা সমস্যায় পড়েছেন। বহু বাড়ির উঠোনে এবং ঘরের ভেতরে জল ঢুকে গিয়েছে। গ্রামের একমাত্র রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপাকে পড়েছে বেলাইন এলাকার পরিবারগুলি।

Flood | newsfront.co
নিজস্ব চিত্র

এদিকে আত্রেয়ী সহ জেলার অন্যান্য নদীর জল ক্রমশই বেড়ে যাওয়ায় প্রবল বন্যার আশঙ্কায় আতঙ্কিত বাসিন্দারা। ২০১৭ সালেও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর সহ জেলার অধিকাংশ এলাকার মানুষকে বন্যার কবলে পড়তে হয়েছিল। বহু বাড়ি ভেঙে পড়ার পাশাপাশি মৃত্যুও হয়েছিল বেশ কয়েকজনের। স্বাভাবিক ভাবেই এবারেও অতিবর্ষণের জেরে আত্রেয়ী নদীর জল বেড়ে চলায় অশান্তিতে দিন কাটাচ্ছেন মানুষ।

আরও পড়ুনঃ শালবনিতে পুকুর থেকে উদ্ধার মহিলার দেহ

যদিও সেচ দফতর সূত্রে খবর, আত্রেয়ী সহ জেলার সমস্ত নদীর জলই বেড়ে গিয়েছে। তপনের রামচন্দ্র পুর এলাকার পুর্নভবা নদীর একটি বাধের কিছুটা অংশ টানা বৃষ্টি ও জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হলেও অন্যত্র কোথাও বাঁধ ক্ষতিগ্রস্থ হওয়ার ঘটনা ঘটেনি। তবে কয়েকটি নিচু এলাকায় জনবসতিতে জল ঢুকেছে। পরিস্থিতির উপর তাঁরা নজর রাখা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here