মাটির রাস্তায় পলিথিন টাঙিয়ে ঠাঁই বালুরঘাটের অসহায় পরিবারগুলির

0
88

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

ঘর,বাড়ি,শৌচাগার সব জলে ডুবে। অগত্যা পলিথিন টাঙিয়ে উঁচু মাটির রাস্তায় আশ্রয় নিতে হয়েছে ৩০-৪০টি অসহায় পরিবারকে। পুরসভার তৈরি শৌচাগারও বন্ধ। দেখা নেই এলাকার বিদায়ী কাউন্সিলারের। ফলে একপ্রকার চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন বালুরঘাটের ঘাটকালী কলোনির বাসিন্দারা।

cottage | newsfront.co
নিজস্ব চিত্র

ঘাটকালী কলোনির বাসিন্দারা জানান, গত কয়েকদিন বৃষ্টিপাতের কারণে বালুরঘাটের আত্রেয়ী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। আত্রেয়ী নদীর সঙ্গে সংযুক্ত খাড়ির জলস্তরও বেড়েছে। এর ফলে খাড়ি পার্শ্ববর্তী ঘাটকালী কলোনি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কলোনির প্রায় ৩০-৪০টি বাড়ির মধ্যে অধিকাংশ ঘর-বাড়ি-শৌচাগার জলে ডুবে।

flood | newsfront.co
নিজস্ব চিত্র

যার ফলে ঘাটকালী কলোনী এলাকার বাসিন্দারা ঘর বাড়ি ছেড়ে খাড়ির বাঁধের ওপর আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এলাকায় নিকটবর্তী বালুরঘাট পুরসভার তৈরি শৌচাগার বন্ধ থাকার কারণে বর্তমানে ঐ অসহায় পরিবারগুলির সদস্য-সদস্যারা খোলা স্থানে শৌচকর্ম করতে বাধ্য হচ্ছেন। ফলে এলাকার পরিবেশ হয়ে উঠেছে অস্বাস্থ্যকর।

womens | newsfront.co
নিজস্ব চিত্র

ঘাটকালী কলোনী এলাকার বাসিন্দা মায়া ভট্টাচার্য জানান, রবিবার মধ্য রাতে ঘরে জল ঢোকা শুরু হলে ঘরবাড়ি ছেড়ে বাসনপত্র নিয়ে তারা পলিথিন টাঙিয়ে মাটির রাস্তায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। স্থানীয় বিদায়ী কাউন্সিলার তথা বালুরঘাট পুরসভার বিদায়ী চেয়ারম্যানের বিরুদ্ধে তাদের অভিযোগ, বিদায়ী কাউন্সিলার এসে দেখে যায়।

আরও পড়ুনঃ রবিবার থেকে লকডাউন কড়া হচ্ছে হরিশ্চন্দ্রপুরে

কিন্তু আমাদের কোন কথা শোনে না। আমরা মরে যাই বা বাঁচি, তাদের কোন দায়িত্ব নেই। স্থানীয় বাসিন্দা রবি দাসের অভিযোগ, বাজারে যে বাথরুম রয়েছে সেই বাথরুম বন্ধ থাকে। তাহলে শৌচকর্মের জন্য মা-বোনেরা কোথায় যাবেন? এদিন বালুরঘাট পুরসভার বায়ো টয়লেট ব্যবহার করতে দেওয়ার জোড়ালো দাবি তোলেন তিনি। একই সঙ্গে বালুরঘাট পুরসভা থেকে নিয়মিত পানীয় জল ও ব্লিচিং পাওডার মিলছে না বলেও এদিন তিনি অভিযোগ করেন।

আরও পড়ুনঃ নদিয়ায় বেতন না পাওয়ায় ডিএম অফিস ঘেরাও বিএসএনএল কর্মী সংগঠনের

এলাকাবাসীদের সমস্যা প্রসঙ্গে বালুরঘাট পুরসভার বিদায়ী চেয়ারম্যান রাজেন শীল জানান, তিনি প্রতিবেদকের কাছ থেকেই বাসিন্দাদের সমস্যার কথা শুনলেন। তার কাছে কেউ আসেনি। সেই সঙ্গে তিনি এও বলেন, শৌচাগার তৈরি হওয়ার পর তালা লাগানো আছে। ওটার বিল কি আছে না আছে আমি সঠিক বলতে পারব না। ওটা অফিস বলতে পারবে। তাও আমি খোঁজ করে দেখছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here